

শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করে। কিন্তু সম্প্রতি বছরগুলোয় দেখা যাচ্ছে, শীতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব। ফলে শনাক্ত রোগীর সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। এডিস মশাবাহিত ডেঙ্গুতে এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬৪ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ২৭৫ জন। তার মধ্যে অক্টোবরেই মারা গেছে চলতি মৌসুমের সর্বোচ্চ ৭৭ জন। এর আগে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয় ৭৬ জনের। এদিকে চলতি মৌসুমে ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৪২৮ জন। হাসপাতাল থেকে গতকাল ছাড়পত্র নেওয়া ১ হাজার ৯০৮ জনকে নিয়ে চলতি মৌসুমে ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৩১২ জনে। এখনো রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৪১ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে। একই সময়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য ব্যক্তি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ৫৫ বছর। একই সময়ে ১ হাজার ৯০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৫৩ দশমিক ১ শতাংশ পুরুষ আর ৪৬ দশমিক ৯ শতাংশ নারী। চলতি বছরে এ পর্যন্ত ৬৫ হাজার ৩১২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। এখনো রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৪১ জন। এর আগে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন