রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এককভাবে সরকার হলে টিকিয়ে রাখা সম্ভব হবে না : নাহিদ ইসলাম

রংপুর পর্যটন মোটেলে বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
রংপুর পর্যটন মোটেলে বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে এককভাবে কারও পক্ষে সরকার গঠন করে তার টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘কেউ যদি মনে করে সে এককভাবেই নেতৃত্ব দেবে অথবা সরকার গঠন করে ফেলবে এটা আসলে সম্ভব হবে না। দেশে সবগুলো পক্ষের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না থাকে এককভাবে সরকার গঠন করে সে সংসদ ও সরকার টিকিয়ে রাখা কারও পক্ষে সম্ভব হবে না।’

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর পর্যটন মোটেলে বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ও বিচার নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই দাবিগুলোকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেটি টেকসই হবে না। একটা টেকসই ও স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু সে জায়গায় যদি বাধা তৈরি হয়, সরকারের পক্ষ থেকে গড়িমসি তৈরি হয় তাহলে এ সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরও একই পরিণতি হবে।

জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের সুযোগ নিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই। জুলাই সনদ ও বিচারের রোডম্যাপ দিয়ে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার, স্থিতিশীলতা ও আস্থা প্রয়োজন। এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জুলাই সনদ ও গণহত্যার বিচারের রোডম্যাপ এই সরকারকে নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচন কমিশনকে বলে এসেছি, এটার পুনর্গঠন প্রয়োজন কারণ নির্বাচন কমিশন জনগণ ও রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে।’

আগামী নির্বাচনে অন্য রাজনৈতিক দলের সাথে জোট করার প্রসঙ্গে তিনি আরও বলেন, এনসিপি এককভাবে সমস্ত সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কারও মুখাপেক্ষী বা নির্ভরশীল হয়ে রাজনীতি করব না। কিন্তু নির্বাচনের কৌশলগত কারণে বা দেশে বৃহত্তর স্বার্থে কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয় তাহলে আমরা উন্মুক্ত আছি। আমি জোট করব না বলিনি। আমাদের ভাবতে হবে কারণ জনগণের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়।

এনসিপির আহ্বায়ক বলেন, পাঁচ আগস্টের পর আমরা দেখেছি দেশে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। দুর্নীতি, দখলদারত্ব অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখছি। পতিত স্বৈরাচারী শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে এবং তাদের সঙ্গে নানা বৈদেশিক শক্তি জড়িত। আমরা একটা সংকটের মধ্যে আছি এ সংকটের মুখে আমাদের একটা যেমন জাতীয় ঐক্য প্রয়োজন তেমনই রাজনৈতিক দলগুলোর ভেতর যে সমস্যা আছে সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতে হবে।

এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে ১৩২, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

হাত ধোয়ার অভ্যাসে কমবে রোগ, গড়বে সুস্থ সমাজ : চসিক মেয়র

ভিডিও ভাইরাল / রাজনীতি না করার ঘোষণা দিয়েও বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল পাশা

৮ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি : উপদেষ্টা শারমিন

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ড. এমএ কাইয়ুম

নরসিংদীতে সাংবাদিক ও পুলিশের পর এবার ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

১০

খতমে নবুওয়তের মহাসম্মেলন ঘিরে কিশোরগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত

১১

ফেসবুকে নীরবে যুক্ত হলো দারুণ এক ফিচার, নতুন যে সুবিধা পাবেন

১২

ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে বাংলাদেশের সিরিজ হার

১৩

মেট্রোরেল মতিঝিল-কমলাপুর / সরকারের দাবি ১৮৫ কোটি সাশ্রয়, অথচ ব্যয় বেড়েছে ১৯১ কোটি টাকা

১৪

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

১৫

জাতির স্বার্থে সব আত্মত্যাগে আমরা প্রস্তুত : জুয়েল

১৬

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করল ক্যারিয়ার প্রো বিডি

১৮

নির্বাচনে যেসব ডিসি-এসপিকে দায়িত্ব দেওয়া হবে না

১৯

ট্যারিফ পুনর্নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে বন্দর

২০
X