শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

আপনাদের নিয়েই উন্নত শরীয়তপুর গড়ে তুলব

গণসংযোগে ভোটারদের উদ্দেশে মিয়া নুরুদ্দিন অপু
আপনাদের নিয়েই উন্নত শরীয়তপুর গড়ে তুলব

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শান্তিময় শরীয়তপুর গড়ার যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও উন্নত একটি শরীয়তপুর গড়ে তুলব। আমি ভোট চাইতে আসিনি, আপনাদের সন্তান হিসেবে দোয়া চাইতে এসেছি। এই পরিবারের সদস্য হিসেবে আপনাদের নিয়েই উন্নত শরীয়তপুর গড়ে তুলব।

গতকাল শনিবার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইদিলপুর ইউনিয়নে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গোসাইরহাটে আগুনে ঘর হারানো অসহায় বিধবা রুবি বেগমের বাড়িতে যান। সেখানে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে নতুন করে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। গত ২২ নভেম্বর দুপুরে রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই রুবি বেগমের পুরো ঘর পুড়ে যায়। আসবাবসহ সবকিছু হারিয়ে চার সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। নুরুদ্দিন আহাম্মেদ অপু গণসংযোগে ব্যস্ত থাকা অবস্থায় ঘটনাটি শুনে তৎক্ষণাৎ ছুটে যান রুবির বাড়িতে। তার এই মানবিক উদ্যোগে হতবাক হয়ে যায় রুবির পরিবার।

বিধবা রুবির বড় ছেলে আফজাল হোসেন বলেন, আমাদের ঘরটি পুড়ে যাওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। আজ অপু সাহেব নিজে এসে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা এমনই একজন নেতাকে খুঁজছিলাম, যিনি দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আগামী নির্বাচনে আমরা তাকেই এমপি বানাব।

এর আগে তর জুসিরগাঁও এলাকা থেকে গণসংযোগ শুরু করেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরে তিনি গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন তিনি।

গণসংযোগের অংশ হিসেবে অপু ইদিলপুর ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যালয়ের যে কোনো সমস্যায় সরাসরি তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি মাছুয়াখালী হিন্দুপাড়া মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের পানির সংকট দূরীকরণে একটি নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী গণসংযোগ শেষে নুরুদ্দিন আহাম্মেদ অপু ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলায় অংশ নেন। পাশাপাশি তিনি এলাকার নিহত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন।

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

কালবেলার সাংবাদিক শাকিল ফারুকের বাবা মারা গেছেন

ক্ষুব্ধ জয়া বচ্চন

আজ বিশ্ব এইডস দিবস

সকালবেলার এই ৯ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ

বার্ষিক, নির্বাচনী ও বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ

শতাব্দীর ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

সাতসকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বিজয়ের মাস শুরু

১০

মেক্সিকোতে বারে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

১১

অস্ত্রের মুখে ট্রাকসহ ৩০ গরু ডাকাতি

১২

৪ উপজেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক, সপ্তাহে দুদিন ছুটি

১৩

৫০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে : এফএও

১৪

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক

১৬

অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে ট্রান্সকম গ্রুপ

১৭

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় আজ

১৮

২ জেলায় চাকরি দিচ্ছে এসিআই মটরস

১৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X