

কিছু মানুষ আছেন, যাদের সুরে দেশ নড়ে— নাচে, গায়, উৎসবে ভাসে। সেই তালিকায় প্রীতম হাসান একেবারেই প্রথম সারিতে। তার গান যেমন মুহূর্তকে রাঙিয়ে তোলে, তেমনি অভিনয়েও তিনি ধীরে ধীরে নিজের আলাদা ছাপ রাখছেন। আর ঠিক জন্মদিনেই এলো তার ক্যারিয়ারের নতুন, ভিন্ন এক অধ্যায়ের খবর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রীতম হাসানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই জানা গেল— চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় শুরু করেছেন তিনি। সিরিজটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে মেহজাবীন-প্রীতম জুটিকে।
তবে এখানে প্রীতম হাসান আর চেনা সেই পুরোদস্তুর রোমান্টিক ছেলেটি নন। নিজের চরিত্র সম্পর্কে ইঙ্গিত দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট।’ এর বেশি রহস্য ভাঙতে নারাজ তিনি।
অন্যদিকে, কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে বরাবরই সচেতন মেহজাবীন চৌধুরী। ‘ক্যাকটাস’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনো পাব না।’
মেহজাবীনের চরিত্রটি ঠিক কেমন, সে রহস্যও এখনই ভাঙতে চাননি নির্মাতা শিহাব শাহীন। তিনি শুধু জানান, এই চরিত্রের জন্য দরকার ছিল একজন পরীক্ষিত ও প্রমাণিত অভিনেত্রী।
শিহাব শাহীন বলেন, ‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে, মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবেন।‘
নির্মাতার ওপর নিজের আস্থার কথাও জানালেন মেহজাবীন। তার কথায়, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার ডিরেকশনে অনেক কাজ করেছি। তার কাজের ধরন জানি, তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।’
এদিকে সিরিজটি নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।
তার ভাষায়, ‘শিহাব শাহীন মরীচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপন-এর মতো থ্রিলার দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। ‘ক্যাকটাস’-এর ব্যতিক্রম হবে না। বরং আরও বড় পরিসরের গল্প নিয়ে আমরা কাজ করছি, যেখানে নির্মাণের দিক থেকে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’
মন্তব্য করুন