আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ফাতেমা সুলতানা। গতকাল সোমবার বাহিনীর সদর দপ্তর অডিটোরিয়ামে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এ সময় ছিলেন উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল নাজিম উদ্দিন এবং উপমহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম। গত বৃহস্পতিবার তিনি অতিরিক্ত ডিজি হিসেবে পদোন্নতি পান। আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, অষ্টম বিসিএসের মাধ্যমে ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে আনসার ক্যাডারে যোগদান করেন তিনি। ঢাকা জেলায় সহকারী পরিচালক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। উপমহাপরিচালক হিসেবে রাজশাহী এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন