ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঈদুল আজহা উদযাপন করেছেন বগুড়ায়। শহরের এরুলিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তার বাবা ও ছেলে সঙ্গে ছিলেন।
হিরো আলম বলেন, সারা দেশের ভক্তদের জন্য—বিশেষ করে গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়েছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পরও ফলাফল ঘোষণার সময় নয়ছয় করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই ঢাকায় প্রার্থী হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে বলেন, এখনো কোনো হুমকি পাইনি, পরিবেশ অনেক ভালো ও শান্ত।
সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে অংশ নিচ্ছেন হিরো আলম।
মন্তব্য করুন