স্বয়ংক্রিয় অর্থ লেনদেন ব্যবস্থা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ই-কমার্স প্রতিষ্ঠান শপআপের সহযোগী প্ল্যাটফর্ম মোকাম। সম্প্রতি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে এ ব্যবস্থা চালুর লক্ষ্যে চুক্তি করেছে দুই প্রতিষ্ঠান। এই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট সল্যুশনের নাম রাখা হয়েছে- ‘মুভ মানি পেমেন্ট এপিআই’। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, কানেকটিভিটির মাধ্যমে ডিজিটাল লেনদেনের গতি নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে এপিআই। দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি ই-কমার্স স্টার্টআপ শপআপ সম্প্রতি বেশ বড় বিদেশি বিনিয়োগ পেয়েছে। তাদের অংশীদার হয়ে আমরা গর্বিত। শপআপের কো ফাউন্ডার ও চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী বলেন, দারুণ সলিউশন নিয়ে পাশে থাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে অভিনন্দন।