স্থগিত করা হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
বুধবার (১৪ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান এবং দুই সদস্য একই মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিম এবং ড. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
আগামী ৩১ মে ই-ক্যাবের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। তবে এই নির্বাচন স্থগিতের সুনির্দিষ্ট কোন কারণ এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী কালবেলাকে বলেন, ই-ক্যাবের সদস্যদের অনেকে নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্রুতই নতুন তপশিল দেওয়া হবে।
নির্বাচন স্থগিত নিয়ে কোনো পক্ষের অসন্তোষ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ই-ক্যাব নির্বাচনের তপশিল ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড। এর প্রেক্ষিতে ১১টি পরিচালক পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে দুইটি প্যানেলের আত্মপ্রকাশ হয় এবং প্রার্থীরা প্রচারণা শুরু করেন। যদিও আওয়ামী এবং ই-ক্যাবের দুর্নীতিগ্রস্ত কমিটির নেতাদের ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগ ওঠে একটি প্যানেলের বিরুদ্ধে
মন্তব্য করুন