নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

চর্মরোগে আক্রান্ত জিম্মি নাবিকরা

সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক পানির সংকটে আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। সংরক্ষিত পানি যাতে দ্রুত ফুরিয়ে না যায় এ কারণে রেশনিং করে ব্যবহার করতে হচ্ছে স্বাদু পানি। সপ্তাহে মাত্র এক-দুই বারের বেশি গোসল করার সুযোগ পাচ্ছেন না তারা। এ কারণে নাবিকদের শরীরে আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করছে চর্মরোগ। প্রাথমিক চিকিৎসার জন্য জাহাজে যেসব ওষুধপত্র ছিল, তাও গেছে ফুরিয়ে। এমন পরিস্থিতিতে দ্রুত তাদের উদ্ধার তৎপরতা চালানোর অনুরোধ জানিয়েছেন নাবিকদের স্বজনরা।

সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন আতিক ইউ এ খান বলেন, ‘এমভি আব্দুল্লাহ জাহাজের অধিকাংশ নাবিকই চর্মরোগে আক্রান্ত হয়েছেন। তাদের কাছে নেই ওষুধপত্র। পানির সংকট মারাত্মক হয়েছে। সপ্তাহে মাত্র দু-একবার স্বাদু পানি পেলেও বাকি সময় সমুদ্রের লোনা পানি ব্যবহার করতে হচ্ছে।’

অবশ্য কবির গ্রুপের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, ‘সব নাবিক সুস্থ আছেন। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। দস্যুদের সঙ্গে আমাদের আলোচনার অগ্রগতি আছে। আশা করছি, যে কোনো সময় নাবিকরা বন্দিদশা থেকে মুক্তি পাবেন।’

গতকাল শনিবার সকালে কথা হয় জিম্মি নাবিক শামসুদ্দিনের ভগ্নিপতি বদরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘শামসুদ্দিন এখন এক দিন, দুই দিন পরপর আমাদের কাছে ফোন করেন। বলেছেন, তারা ভালো আছেন। জাহাজে রক্ষিত খাবার এখনো মজুত আছে। তবে কমে এসেছে। এখন দস্যুরা আর নাবিকদের থেকে খাচ্ছে না। তারা উপকূল থেকে দুম্বা-খাসিসহ অন্যান্য খাবার নিয়ে আসছে। দস্যুরা তাদের সংগ্রহ করা খাবার খাচ্ছে। আবার নাবিকরা চাইলে তাদের খেতে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘কবে এ জিম্মি দশা থেকে নাবিকরা মুক্তি পাচ্ছেন তা নিয়ে চিন্তা হচ্ছে। আমাকে ফোনে বলেছে, জাহাজ মালিক বা এসআর শিপিংয়ের পক্ষ থেকে তাদের মুক্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে যাতে খোঁজ নিই। এরই মধ্যে আমি এসআর শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন নাবিকদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫ টন কয়লা নিয়ে যাত্রা শুরু করে এমভি আব্দুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে জাহাজটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

৬০০ কোটি আয় ছাড়াল রজনীকান্তের ‘কুলি’

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

১১

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

১২

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

১৩

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

১৪

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

১৫

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

১৬

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

১৭

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

১৮

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

১৯

দেবের প্রশংসায় ইধিকা

২০
X