কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:৪৬ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
গ্রেপ্তারের পর তথ্য

বাসায় কর্মচারীকে গুলি করে নাটক সাজান আ.লীগ নেতা

বাসায় কর্মচারীকে গুলি করে নাটক সাজান আ.লীগ নেতা

পরিবহন শ্রমিক মো. মানিককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জানানো হয়েছিল, রাজধানীর শান্তিনগরে রাস্তায় তিনি গুলিবিদ্ধ হন। ছিনতাইকারীরা তাকে গুলি করেছে বলেও ধারণা দেন তার নিয়োগকারী ইসমাইল হোসেন বাচ্চু। বাচ্চু শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং পরিবহন শ্রমিক নেতা। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বের হলো গুলির ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চু নিজেই জড়িত। গুলির ঘটনাও ঘটেছে বেইলি রোড এলাকায় লেক ভিউ অ্যাপার্টমেন্টে তারই বাসায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার বাচ্চু এবং তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে। এর আগে গত রোববার বিকেলে মানিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাচ্চুর গাড়ির ব্যবসা দেখভাল করতেন।

ডিবি কর্মকর্তারা ধারণা করছেন, বাসায় ডেকে নিয়ে বাচ্চু নিজেই মানিককে গুলি করেছেন। বিষয়টি নিশ্চিত হতে তাকে ও তার ব্যক্তিগত সহকারী রুবেলকে গতকাল আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ পিস্তল, গুলি ও একটি গাড়ি জব্দ করেছে। ওই গাড়িতে করেই গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নেওয়া হয়েছিল।

ডিবির রমনা বিভাগের ডিসি মো. হুমায়ুন কবীর কালবেলাকে বলেন, গুলির ঘটনাটি ছিনতাই বলে দাবি করা হলেও আমরা এমন কিছু পাইনি। ছিনতাই নাটক সাজানোর চেষ্টা হয়েছিল। এরই মধ্যে ওই ঘটনায় জড়িত বাচ্চু ও রুবেল নামে দুজনকে গ্রেপ্তারের পর তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু উল্টাপাল্টা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তার লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করছিলেন সহকারী রুবেল। অসাবধানতাবশত গুলি বেরিয়ে মানিকের শরীরে বিদ্ধ হয়। রুবেলও বাচ্চুর কথায় সায় দেন। তবে মানিকের বুকের একপাশে গুলি লাগায় তদন্তকারীরা ধারণা করছেন, বাচ্চু নিজেই কোনো কারণে গুলি করে থাকতে পারেন। রুবেল বাচ্চুকে রক্ষা করতে নিজের ঘাড়ে দায় নিচ্ছেন।

রমনা থানা পুলিশ জানায়, রমনা এলাকায় গুলির খবর পেয়ে রোববার বিকেলে তারা ঘটনাস্থল খুঁজতে থাকে। এক পর্যায়ে ইসমাইল হোসেন বাচ্চু পুলিশের কাছে দাবি করেন, কর্ণফুলী গার্ডেনের সামনের সড়কে দুর্বৃত্তরা মানিককে গুলি করেছে। খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মানিককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ছিনতাইকারীরা তাকে গুলি করেছে বলেও ধারণা দিয়েছিলেন তিনি। অবশ্য ওই এলাকায় গিয়েও তার বক্তব্য অনুসারে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় ডিবিও ছায়াতদন্ত শুরু করে।

ডিবির রমনা জোনাল টিমের এক কর্মকর্তা কালবেলাকে জানান, বাচ্চুর বাসার নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা নেন তারা। লেক ভিউ অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বাচ্চু নিজেই মানিককে কোলে করে বাসার নিচে নিয়ে আসেন। এরপর গাড়িতে করে চলে যান।

গতকাল লেক ভিউ অ্যাপার্টমেন্টে গেলে ভবনটির কেয়ারটেকার রমজান আলী জানান, তিনি গুলির শব্দ শোনেননি। তবে মানিককে রক্তাক্ত অবস্থায় নিয়ে যেতে দেখেছেন। ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা জানান, ভবনের একটি ফ্ল্যাটে বাচ্চু ও তার সহকারী রুবেল থাকেন। বাচ্চুর পরিবারের সদস্যরা থাকেন যুক্তরাষ্ট্রে। মানিক বাচ্চুর পরিবহন ব্যবসা দেখাশোনা করেন। তিনি প্রতিদিনই ওই ফ্ল্যাটে আসতেন।

দলীয় সূত্র জানায়, বাচ্চু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহবাগ থানার সাবেক সহসভাপতি। প্রস্তাবিত কমিটিতে তিনি সভাপতি পদপ্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১০

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১১

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১২

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৪

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৬

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৭

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৮

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৯

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

২০
X