কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলা টিভির শেয়ার কেলেঙ্কারির অভিযোগ তদন্তে দুদক

বাংলা টিভির শেয়ার কেলেঙ্কারির অভিযোগ তদন্তে দুদক

বাংলা টিভির মালিকানা শেয়ার নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে। মাত্র ২০ কোটি টাকায় প্রতিষ্ঠানের ৩৭ ভাগ শেয়ার বিক্রি করলেও মালিকদের সেই শেয়ার বুঝিয়ে দেননি তিনি। তার ওপর এখন চেষ্টায় আছেন বিএনপিপন্থি আরেক ব্যবসায়ীর কাছে বেশি দামে নতুন করে শেয়ার বিক্রির। এরই মধ্যে এ অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বাংলা টিভির মালিক তথা শেয়ার হোল্ডারদের নাম প্রকাশিত হয়। প্রতিবেদনটি বলছে, আখতার ফার্নিচারের মালিক কে এম আখতারুজ্জামান, পরিচালক তার ছেলে কে এম রিফাতুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান বিটিভির সাবেক সংবাদ পাঠক মনিরুল ইসলামের কাছে প্রায় ২০ কোটি টাকায় প্রতিষ্ঠানের ৩৭ শতাংশ শেয়ার বিক্রি করেছিলেন সামাদুল। এরপর ছয় বছর পার হলেও কাউকে সেই শেয়ার বুঝিয়ে দেওয়া হয়নি। উপরন্তু এখন আবার বিএনপিপন্থি আরেক ব্যবসায়ীর কাছে বেশি দামে শেয়ার বিক্রির চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে অভিযোগ গেলে নড়েচড়ে বসে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে এমডি সামাদুল হকসহ বাংলা টিভির পাঁচ পরিচালককে তলব করেছিল দুদক। গত ৭ জুন তাদের

বক্তব্য নেওয়ার দিন ধার্য ছিল। তবে গরমে অসুস্থতার কারণে দুদকের কাছে বক্তব্য না দিয়ে সময়ের আবেদন করেন সামাদুল হক।

এর আগে ২০১৭ সালে সম্প্রচারে আসার আগেই কয়েক কোটি টাকার বিনিময়ে চ্যানেলটির চেয়ারম্যান করা হয়েছিল সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে। তার মালিকানাধীন সিদ্ধেশ্বরীর ভবন থেকে শুরু হয়েছিল চ্যানেলটির কার্যক্রম। তবে প্রবাসী কোটায় চ্যানেলটির লাইসেন্স তথা অনুমোদন হলেও মালিকানায় কোনো যুক্তরাজ্য প্রবাসী নেই। এমনকি যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর সুপারিশে লাইসেন্স পেলেও তাকে কিংবা তার পরিবারের কাউকে মালিকানায় বা অন্য কোনো পদে রাখা হয়নি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ জানান, সামাদুল হক এক সময় যুক্তরাজ্যে তার মালিকানাধীন ‘জনমত’ পত্রিকায় চাকরি করতেন এবং বাংলা টিভির লাইসেন্সের জন্য তিনিও সুপারিশ করেছিলেন। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার কোনো ব্যবসায়িক অংশীদারিত্ব নেই। যুক্তরাজ্য প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতাকে শেয়ার দেওয়া হয়নি বলেও জানান তিনি।

সেখানকার আওয়ামী লীগ নেতারা জানান, বিএনপি ক্ষমতায় এলে যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য আওয়ামী লীগের কারও কাছে শেয়ার বিক্রি না করে বিএনপিপন্থি চিহ্নিত ব্যবসায়ীদের কাছে শেয়ার বিক্রি করেছেন সামাদ। বিএনপি সরকারের আমলেও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোজাম্মেল হককে সঙ্গে নিয়ে ‘চ্যানেল এস’ নামে একটি ডাউনলিংক চ্যানেল চালু করেছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সেটি বন্ধ হয়। পরে মালিক নাসির উদ্দিন সাথীর প্রতারণার মামলায় জামিনে মুক্তি পেয়ে লন্ডন চলে যান।

এ ছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে অনিয়মের অভিযোগ উঠেছে সামাদুল হকের বিরুদ্ধে। বাংলা টিভির সাংবাদিক, কর্মী ও মফস্বল প্রতিনিধিদের ঠিকমতো বেতন না দেওয়া আর টাকার বিনিময়ে প্রতিনিধি নিয়োগ বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১০

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১১

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১২

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৩

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৪

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৫

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৬

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৭

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

১৮

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

১৯

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

২০
X