মাসিক ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিসহ বকেয়া ভাতা পরিশোধ এবং নিয়মিত ভাতা দেওয়ার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে উপাচার্যের বৈঠক ফলপ্রসূ হয়নি। উপাচার্যের আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারী চিকিৎসকরা। এ অবস্থায় দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।
এর আগে তিন দফা দাবিতে গতকাল সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এরপর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চিকিৎসকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বাড়াতে হবে। একপর্যায়ে তারা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। এ সময় উপাচার্যের পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তারা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।
আন্দোলনকারীরা জানান, ২০১৯-২০ সেশন থেকে নন-রেসিডেন্স কোর্সের ছাত্রছাত্রীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ সেশনের ছাত্রছাত্রীরা সেই ভাতা নিয়মিত পেলেও পরের বছর থেকে তা অনিয়মিত হয়ে যায়। ২০২২-২৩ সেশনের নন-রেসিডেন্ট ডাক্তাররা ১২ মাসের মধ্যে মাত্র ৩ মাসের ভাতা পেয়েছেন, বাকি ৯ মাসই বকেয়া। কোর্সে থাকাকালীন অন্য কোনো চাকরি, ডিউটি, চেম্বার ইত্যাদি করার অনুমতি না থাকায় এ কোর্সের ডাক্তাররা মানবেতর জীবনযাপন করছেন। একেবারেই শূন্য হাতে ধার-কর্জ করে দিনাতিপাত করতে হচ্ছে দেশসেরা মেধাবী এ ডাক্তারদের।
পরে বিকেল ৩টার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে ১০ জন প্রতিনিধি উপাচার্যের সঙ্গে বৈঠকে অংশ নেন। আন্দোলনকারীরা বলেন, উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের দাবি-দাওয়া নিয়ে তিনি মন্ত্রী, সচিবের সঙ্গে কথা বলবেন। অন্যথায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তবে তিনি আমাদের আন্দোলনকে একটি সরকারবিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। তারা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চান। তার কথায় আমরা আশ্বস্ত হতে পারিনি। দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
দুপুর থেকে আন্দোলনে আসে বাধা : গতকাল দুপুরে বিএসএমএমইউয়ের উপাচার্য মৌখিক আশ্বাস দিয়ে চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের ধস্তাধস্তি হয়। চিকিৎসকরা উপাচার্যের কার্যালয় ছাড়তে না চাইলে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা চিকিৎসকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ভিসি অনেকবার আমাদের আশ্বাস দিয়েছেন। একবারও তিনি কথা রাখেননি। আমরা দাবি নিয়ে এসেছি; কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদের ওপর অশোভন আচরণ করা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আন্দোলনকারী চিকিৎসকদের বিপরীতে উপাচার্যপন্থিরাও অবস্থান নেন। তারা নানা স্লোগান দিয়ে আন্দোলনকারীদের বিএসএমএমইউ ছাড়তে বলেন।
মন্তব্য করুন