সাইকেল গুরুত্বপূর্ণ একটি বাহন। তবে সময়ের পরিক্রমায় এটি আর বাহনের মধ্যে সীমাবদ্ধ নেই। তরুণদের কাছে সাইকেল চালানো এখন নেশায় পরিণত হয়েছে। সাইকেল নিয়ে নানা কসরতও করতে দেখা যায় তাদের। এমনই একজন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাইক্লিস্ট উইল ওয়াকার। যিনি উল্টো বসে ৫০০ মাইল সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে এক প্রতিযোগিতায় ওয়াকার এমন কাণ্ড ঘটান। এ প্রতিযোগিতায় অংশ নেন ৩০ হাজার সাইক্লিস্ট। তাদের মধ্যে শুধু তিনিই উল্টো বসে সাইকেল চালিয়েছেন।
এক দশক আগে প্রথম উল্টো বসে সাইকেল চালানো শুরু করেন ওয়াকার। এভাবে সাইকেল চালানোর জন্য এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। এদিকে যতটা পথ তিনি পাড়ি দিয়েছেন, তাতে বিশ্বরেকর্ড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা বর্তমান রেকর্ডটি মাত্র ২০৯.৭৭ মাইল পাড়ি দেওয়ার। এটি করেছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হেলিঙ্গা ২০১৩ সালে। সূত্র: ইউপিআই
মন্তব্য করুন