শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
নরসিংদী

৩ শতাব্দীর সাক্ষী বেলাব বাজার মসজিদ

৩ শতাব্দীর সাক্ষী বেলাব বাজার মসজিদ

দেশের দৃষ্টিনন্দন মসজিদগুলোর অন্যতম নরসিংদীর বেলাব উপজেলার বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। প্রায় তিনশ বছর আগে প্রতিষ্ঠিত এই মসজিদ পুনর্নির্মাণের পর এর গম্বুজ সংখ্যা বর্তমানে একটি হলেও প্রতিষ্ঠালগ্নে এতে সাতটি গম্বুজ ছিল বলে জানা যায়। জনশ্রুতি আছে, এই মসজিদের ভেতরে প্রতিষ্ঠালগ্নের সময়ে অলৌকিকভাবে বা গায়েবিভাবে কোরআন তিলাওয়াত শোনা যেত। এ কারণে মসজিদটি ‘ফজিলতের মসজিদ’ হিসেবে পরিচিতি লাভ করে।

স্থানীয়রা জানান, এই মসজিদে জুমার নামাজে অনেক মুসল্লির সমাগম হতো, যা মসজিদের ধারণক্ষমতার বাইরে চলে যেত। এ কারণে বড় পরিসরে মসজিদের অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত হয়। ২০০৬-২০০৮ সালের মধ্যে নরসিংদী জেলার শিল্পপতি থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির মোল্লা নিজ অর্থায়নে মসজিদের বর্তমান অবকাঠামো নির্মাণ করেন। বর্তমানে মসজিদটিতে মুসল্লি ধারণক্ষমতা আট হাজার হলেও জুমার নামাজে প্রায় ২০-২২ হাজার মুসল্লির সমাগম ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বেলাব উপজেলার বাহিরে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এই মসজিদে জুমার নামাজে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। বর্তমান কাঠামোতে মসজিদটির ধারণক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণশৈলী সবাইকে মুগ্ধ করে। তিনতলা বিশিষ্ট মসজিদ ভবনের ভেতরটা সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে। মসজিদের প্রবেশপথের পাশেই রয়েছে সুউচ্চ একটি মিনার, তার ওপর গম্বুজ। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি পুকুর, যা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মসজিদটি বর্তমানে বেলাব উপজেলার একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে।

মসজিদে নামাজ পড়তে আসা দিদার হোসেন পিন্টু বলেন, ‘বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ একটি ফজিলতের মসজিদ। এই মসজিদ অনেক পুরোনো। শৈশব থেকে শুনে আসছি এই মসজিদে গায়েবি কোরআন তিলাওয়াত হতো। এটি ফজিলতের মসজিদ হিসেবে পরিচিত।’

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে নামাজ পড়তে আসা এক যুবক জানান, ‘আমরা প্রায় সময়ই এখানে নামাজ পড়তে আসি। মসজিদটি খুবই সুন্দর। এখানে অনেক মানুষ হয় নামাজে।’

সুনামগঞ্জ থেকে নামাজ পড়তে আসা এক মুসল্লি বলেন, ‘আমি প্রতি বছরই রমজানে এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করি। এখানে অনেক মুসল্লির সমাগম ঘটে।’

মসজিদের খতিব ড. মাওলানা খলিলুর রহমান খান আল আজহারী বলেন, ‘এই মসজিদের বয়স কমপক্ষে তিনশ বছর। আমার জানা মতে, ঈসা খাঁ যখন বাংলার শাসক ছিলেন, তার পরবর্তী অধস্তন পুরুষ যারা জমিদারি করেছেন, তাদের মধ্যে দেওয়ান আয়েশা খানম তিনি এখানে খাজনা আদায় করতে আসতেন। তিনি এখানে জনসাধারণের পানি পান করার জন্য কুয়া নির্মাণ করেছিলেন। তিনিই এই মসজিদ নির্মাণ করেছিলেন।

তিনি বলেন, এ মসজিদ পুনর্নির্মাণের ফলে আগের চেয়ে এখানে মুসল্লির সংখ্যা আরও বেড়ে গেছে। সারা দেশের অনেক জায়গা থেকে মুসল্লিরা জুমার নামাজ পড়তে এখানে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১১

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১২

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৩

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৪

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৫

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৬

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৭

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৮

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৯

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

২০
X