বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
রাফসান জানি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:১৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

চীনা অ্যাপসের ঋণের ফাঁদে খোয়া ২০০ কোটি টাকা

পাকিস্তানে কল সেন্টার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চীনাদের তৈরি ঋণ দেওয়ার অ্যাপস, সিঙ্গাপুরে হোস্টিং, পাকিস্তানে কল সেন্টার। এ ব্যবস্থাপনায় বাংলাদেশিদের সহজ শর্তে ঋণ দেওয়ার নাম করে ভয়ংকর প্রতারণায় নেমেছে চীনারা। দুই বছরে প্রায় ১৫০০ ব্যক্তির কাছ থেকে এই প্রতারকরা বাংলাদেশ থেকে নিয়ে গেছে ২০০ কোটির টাকারও বেশি।

বাংলাদেশেও এই ঋণের ফাঁদ ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুটি ইউনিটের তদন্তে ধরা পড়েছে এক চীনা নাগরিকসহ ১৫ জন। গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মিন্টু মিয়া, হাসনাত, ফিরোজ হোসেন, বিল্লাল হোসেন, রায়হান আহমেদ রাজু, মিন্টু, রাজিব, ওমর হোসেন, সাব্বির, আরিফুল ইসলাম রিফাত, নাজমুল হুদা জাহিদ, শহিদুল ইসলাম শান্ত, বেনজির আহম্মেদ টনী, আব্দুর রহমান দিগন্ত ও চীনা নাগরিক ঝাং কী ঝাং। এ ছাড়া অভিযান শুরুর পর এক চীনা নাগরিক পালিয়ে গেছে। সেই নেতৃত্ব দিত প্রতারক দলের। অভিযানের খবর পেয়ে একটি অ্যাকাউন্ট থেকে ওই চীনা নাগরিক ৫০ লাখ টাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সহজ শর্তে ও নামমাত্র সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয় প্রতারকরা। বিজ্ঞাপন দেখে ক্লিক করলেই প্রতারণা শুরু হয়। ২ থেকে ১০ হাজার টাকা ঋণ হিসেবে দিয়ে দেওয়া হয়। সঙ্গে গ্রাহকের ফোনের সব নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকরা। মোবাইলের ছবি, ভিডিও, নম্বরসহ সব তথ্য চলে যায় প্রতারকদের হাতে। সপ্তাহ না ঘুরতেই দ্বিগুণ, তিনগুণ টাকা ফেরতের জন্য গ্রাহককে কল করা হয়। সময়মতো টাকা পরিশোধ না করলেই নেমে আসে বিপদ। ফোনের গ্যালারি বা চ্যাটে গ্রাহকের কোনো আপত্তিকর ছবি বা ভিডিও থাকলে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চাহিদা অনুযায়ী টাকা ফেরত না দিলে স্বজন ও ফোনে থাকা নম্বরগুলোর হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠিয়ে দেয়। আর যার ফোনে কোনো আপত্তিকর ছবি না পাওয়া যায়, তার বিভিন্ন সময়ে ছবি সূক্ষ্মভাবে এডিট করে ছড়িয়ে দেওয়া হয়। প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে লাখ লাখ টাকা দিয়েও মুক্তি মেলে না ভুক্তভোগীদের।

ডিএমপি ডিবিপ্রধান হারুন বলেন, গত ছয় মাসে এই প্রতারকদের টাকা আদান-প্রদানের তথ্য পেয়েছি। এ সময়ে তারা ৫০ কোটির বেশি টাকা নিয়েছে। গত দুই বছরে ২০০ কোটির বেশি টাকা তারা নিয়ে গেছে। চীনা প্রতারকদের এই ঋণের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন ১৪০০ থেকে ১৫০০ ব্যক্তি।

ঋণ ২৩ হাজার, হাতিয়েছে ৮ লাখ: ফাঁদে পড়ে ৮ লাখ টাকা খুইয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা এহসান আল হাবীব রাজু। গত মে মাসের ২ তারিখ ফেসবুক চালানোর সময় তার স্ক্রিনে একটি বিজ্ঞাপন আসে। যাতে লেখা ছিল, ‘দ্রুত লোন নিন’। অবচেতন মনে বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করার পর ফাঁদে পড়ে যান রাজু। তিনি বলেন, আমি অবচেতন মনে তাতে চাপ লেগে গেলে আমার ফোনটি বন্ধ হয়ে যায়। ১০ মিনিট পর চালু হয়। তার আধা ঘণ্টা পর ফোনে +৯২ (পাকিস্তান) কোডের একটি নম্বর থেকে কল আসে। দ্রুত লোন নিন এর ম্যানেজার পরিচয়ে জানায়, আপনি কি লোনের জন্য আবেদন করেছেন। আমি বলি করিনি। কোনো কথা না শুনে বলে, আপনার লোন পাস হয়েছে। আপনার বিকাশ নম্বরে ২৩ হাজার ৪০০ টাকা পাঠানো হয়েছে। এরপর বলে আপনি এক সপ্তাহ পর ৩৯ হাজার ১০০ ৫০ টাকা ফেরত দেবেন। আমি ফেরত দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেয়, আমার গ্যালারির ছবি এডিট করে স্বজনদের পাঠাবে, সম্মান ক্ষুণ্ন করবে।

রাজু বলেন, হুমকি পেয়ে আমার নগদ নম্বর থেকে কিছু টাকা পাঠাই। কিছুদিন পর আরও টাকা চায়। না দিলে আমার বাড়ি ও আত্মীয়স্বজনকে ফোন করে আমি ঋণ নিয়ে টাকা পরিশোধ করছি না বলে তাদের গালাগাল করে। এভাবে ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৮ লাখ ৬ হাজার ২০০ নিয়েছে। আর না পেরে থানায় অভিযোগ করেছি।

ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এডিসি মহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঋণ দেওয়ার নাম করে চালানো অ্যাপসগুলো নিয়ন্ত্রণ হয় চীন থেকে। চীনা নাগরিকরা পাকিস্তানি, ভারতীয় ও বাংলাদেশি নাগরিক সঙ্গে নিয়ে এই প্রতারণা করে আসছে। অ্যাপসগুলো হোস্টিং সিঙ্গাপুরে, কল সেন্টার ভারত, পাকিস্তান ও বাংলাদেশে।

বাংলাদেশে প্রতারণা করার সময় পাকিস্তানি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল করা হয় বলে জানিয়েছে মহিদুল ইসলাম। তিনি বলেন, ভারতে প্রতারণার সময় বাংলাদেশি নম্বর, পাকিস্তানে প্রতারণার সময় ভারতের নম্বর ও বাংলাদেশে প্রতারণার সময় পাকিস্তানি নম্বর ব্যবহার করে। যে কারণে অভিযোগ পেলেও তাদের ট্রেস করা কঠিন হয়। ঢাকাতেও তাদের একটি কল সেন্টার ছিল, যা কিছুদিন আগে বন্ধ করে পালিয়েছে।

বাংলাদেশিদের অ্যাকাউন্ট ভাড়া নেয় প্রতারকরা: প্রতারণার টাকা লেনদেনের জন্য বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেয় চীনারা। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া নেয় তারা। এরপর এসব অ্যাকাউন্টে লেনদেন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়লে ফেঁসে যান অ্যাকাউন্টের প্রকৃত মালিক। গ্রেপ্তার ১৪ জনের কাছে প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫টি ব্যাংক চেক বই পাওয়া গেছে।

এক তদন্ত কর্মকর্তা বলেন, প্রতারকদের একজন অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামি আদালতে সোপর্দের সীমাবদ্ধতার কারণে প্রতারকরা খবর পেয়ে যায়। পালিয়ে যাওয়া চীনা নাগরিক প্রতারণার মূলহোতা। তাকে ধরতে গিয়ে জানতে পারি, যাওয়ার আগে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সাধারণ নাগরিকদের অ্যাকাউন্টগুলো চীনাদের কাছে ভাড়া দেওয়ার বিষয়ে বাংলাদেশি দোভাষীরা কাজ করে থাকেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, চীনারা বিভিন্নভাবে বাংলাদেশে আসার পর দোভাষীদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমেই প্রতারণার জাল বিস্তার করেন। সাধারণ মানুষের অ্যাকাউন্টগুলো দোভাষীরাই ম্যানেজ করে দেন। দোভাষীদেরও নজরদারিতে রেখেছি।

অপরিচিত অ্যাপে লগইন করার বিষয়ে সতর্ক থাকা, ফোনের নিয়ন্ত্রণ অন্য কারও কাছে আছে কি না—তা যাচাইয়ের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ফোনের নিয়ন্ত্রণ অন্য কারও কাছে থাকলে অস্বাভাবিকভাবে ফোনের নেট ব্যবহার বৃদ্ধি পাবে, ফোন ব্যবহার বন্ধ থাকলেও নেট মিটারে প্রতিনিয়ত ডাটা ইউজেস দেখা যাবে, ফোনে থার্ড পার্টি অ্যাপগুলোতে (ক্যালকুলেটর, ফটো এডিট অ্যাপ ইত্যাদি) অস্বাভাবিক ডাটা ব্যবহার দেখা যাবে। ফোন ব্যবহার না হলেও দ্রুত চার্জ শেষ হবে এবং ফোন অস্বাভাবিক গরম হতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১০

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১১

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১২

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৩

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৪

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৫

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৬

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৭

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৮

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৯

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০
X