মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

সমঝোতার বাইরেও ২৬ আসনে শক্ত জাপা

সরকারবিরোধী ভোট কাজে লাগানোর চেষ্টা
সমঝোতার বাইরেও ২৬ আসনে শক্ত জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসনে ছাড় পেয়েছে জাতীয় পার্টি। সব আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকার প্রার্থীরা। স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী থাকলেও ক্ষমতাসীনদের সমর্থন নিয়ে এই আসনগুলোতে জয়ের আশা করছেন জাপা নেতারা। সেইসঙ্গে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আরও ২৬টি আসনে ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। এর মধ্যে কয়েকটি এলাকায় জয়ের সম্ভাবনাও দেখছেন জাপা নেতারা।

দলটির শীর্ষ নেতারা বলছেন, ২০১৮ সালের নির্বাচনে ২৩টি আসনে জয়ী হয়ে জাপা সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে। এবার রাজনৈতিক সমঝোতায় আসন কমলেও এর বাইরে ১০টির বেশি আসনে লাঙ্গলের প্রার্থীরা বিজয়ী হবেন—এমন আশা তাদের। এর মধ্য দিয়ে আসন্ন সংসদেও জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবেই থাকবে।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু কালবেলাকে বলেন, ‘সরকারবিরোধী ভোট আমাদের মূল টার্গেট। আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। মানুষ কেন্দ্রে এসে ভোট দিতে পারলে শুধু ২৬ কেন, অনেক আসনে জয় আসতে পারে। আমরা সে অপেক্ষায় আছি।’

জানা গেছে, ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতায় ছাড় না পেলেও জাপার বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছেন ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলা। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি শক্তিশালী বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। এ এলাকায় দীর্ঘদিন ধরেই বাবলার অনেক অনুসারী আছেন। সেইসঙ্গে দুই মেয়াদে এমপি থাকায় সাধারণ মানুষের মধ্যেও তার অবস্থান তৈরি হয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তিও আগের চেয়ে শক্তিশালী হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, এই আসনে লাঙ্গলের সঙ্গে লড়াই হবে নৌকার। এখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় ফলাফল শেষ পর্যন্ত জাপার ঘরেও উঠতে পারে। এর বড় কারণ হলো, এলাকায় ভাসমান

ভোটার সংখ্যা বেশি। যারা বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত। তাদের ভোট জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শ্রেণির ভোটারদের যিনি নিজ বলয়ে আনতে পারবেন, তার পক্ষেই বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।

নারায়ণগঞ্জ-৩ আসনে কয়েকবারের এমপি লিয়াকত হোসেন খোকার নাম এবারের আসন ভাগাভাগিতে টেকেনি। তবে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে জাপার লড়াই হবে।

বরিশাল-৬ আসনের বর্তমান এমপি রত্না আমিন হাওলাদার এবারের নির্বাচনে সমঝোতার তালিকায় জায়গা পাননি। দলের পক্ষে লাঙ্গল প্রতীকে লড়াই করছেন তিনি। সাবেক মন্ত্রী ও জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রত্না। সব মিলিয়ে এলাকায় তার পক্ষে জনমত রয়েছে। নির্বাচনের লড়াইও জমবে বেশ।

বরিশাল-৫ আসনেও জাপার নেতাকর্মীরা বেশ সক্রিয়। এখানে লাঙ্গলের হয়ে লড়াই করছেন ইকবাল হোসেন তাপস। তার ব্যক্তিগত জনপ্রিয়তাও আছে।

জাপার শক্তিশালী সমর্থন রয়েছে সুনামগঞ্জ-৪ আসনে। এখানে নির্বাচন করছেন সাবেক এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। এই আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

উত্তরের জনপদ গাইবান্ধা-৩ আসনেও জাপার অবস্থান খারাপ নয়। এক সময়ে এই আসনে অবস্থা বেশ জমজমাট থাকলেও গেল ১৫ বছরে রাজনৈতিক কর্মসূচি না থাকায় নেতাকর্মীরা দলছুট হয়েছেন। এখানে দলের প্রার্থী প্রকৌশলী মাইনুর রাব্বি চৌধুরীর ব্যক্তিগত জনপ্রিয়তা ভালো। তবে রাজনৈতিকভাবে এখানে জাপা তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে পারলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব।

জাপার এক সময়ের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-২ আসনে দলের হয়ে এবার লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। এখানে অন্য দলের প্রার্থীদের সঙ্গে লাঙ্গলের লড়াই হবে হাড্ডাহাড্ডি।

জাপার এক সময়ের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-৬ আসনে এবার দলীয় প্রার্থী পীর আলম মিয়া জাদু। দলের নেতাকর্মীদের নিয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন তিনি। জাপার পুরোনো কর্মী-সমর্থকদের জাগিয়ে এবার জনপ্রতিনিধি নিশ্চিত করতে চান এই নেতা।

ঢাকা-১ আসনে এবারও জাপার প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও জাপার কো-চেয়ারম্যান সালমা ইসলাম। ২০১৪ সালে এই আসন থেকে তিনি সরাসরি ভোটে নির্বাচিত হন। এবারও আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমানের সঙ্গে টেক্কা দিচ্ছেন তিনি। জয়ের আশা নিয়ে এরই মধ্যে প্রচারে নেমেছেন যমুনা গ্রুপের প্রধান সালমা।

এর বাইরে ঢাকা-৭ আসনে জাপার প্রার্থী হয়েছেন পোস্টার মিলনখ্যাত নেতা হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন। মেয়র থেকে সংসদ নির্বাচন কোনো কিছুই বাদ দেন না তিনি। শিল্পপতি মিলন এরই মধ্যে এলাকায় কিছু সমর্থক তৈরি করেছেন। আসন্ন নির্বাচনে এই আসনে জাপার ভোট ব্যাংক অন্য প্রার্থীদের ভাবনায় ফেলতে পারে।

কুমিল্লা-১ আসনে জাপার সাবেক এমপি আমীর হোসেন ভূঁইয়ার সঙ্গেও অন্য প্রার্থীদের লড়াই হবে জমজমাট। টাঙ্গাইল-৬ আসনে জাপার প্রার্থী আবুল কাসেমও অন্য প্রার্থীদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

চাঁদপুর-১ আসনে দলীয় প্রার্থী শহীদুল ইসলামও নৌকার বিপক্ষে বিজয় চান। এজন্য দিনভর নেতাকর্মীদের নিয়ে মাঠে আছেন তিনি।

কুমিল্লা-১১ আসনে জনপ্রিয় নেতা মোস্তফা কামাল। জাপার পক্ষে দলীয় মনোনয়ন নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এই আসনে জাপার সঙ্গে অন্য প্রার্থীদের তীব্র লড়াই জমবে।

কুষ্টিয়া-১ আসনে এবার জাপার প্রার্থী শাহরিয়ার জামিল। তিনি সাবেক মন্ত্রী কোরবান আলীর ছেলে। বাবা ও দলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিজয়ী হতে চান তিনি।

নীলফামারী-১ আসনে কর্নেল (অব.) তসলিমের সঙ্গে অন্য প্রার্থীদের লড়াই হবে। ঝিনাইদহ-২ আসনে এবার জাপার প্রার্থী মেজর অব. মাহফুজুর রহমান। ব্যক্তিগত জনপ্রিয়তা ও দলীয় সমর্থনে এই আসনে নির্বাচনী লড়াই হবে জমজমাট। যশোর-৪ আসনে জাপা প্রার্থী জহুরুল হকও বেশ জনপ্রিয়। এখানেও লাঙ্গলের সঙ্গে অন্যদের লড়াই জমবে।

সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমেদ লড়ছেন সিলেট-৫ আসনে। সিলেট অঞ্চলে জাপার কমবেশি জনসমর্থন রয়েছে। ব্যক্তিগত ও দলীয় জনপ্রিয়তা কাজে লাগিয়ে এখানে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে মরিয়া দলের নেতাকর্মীরা।

বেশ কয়েকবার নির্বাচন করায় সিলেট-৩ আসনে এখন পরিচিত মুখ জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক। তার পক্ষে দলের নেতাকর্মীরাও জোরেশোরে মাঠে নেমেছেন। এখানেও লাঙ্গলের সঙ্গে অন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. তারেক লড়ছেন কক্সবাজার-৩ আসনে। এই আসনেও লাঙ্গলের সঙ্গে অন্যদের লড়াই হবে। সাবেক এমপি ইলিয়াসের স্ত্রী খোসনে আরা জাপার হয়ে লড়ছেন কক্সবাজার-১ আসনে। স্বামী ও দলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনিও বিজয়ী হতে চান।

জেলা জাপার সভাপতি ও বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় জামালপুর-২ আসনে পরিচিত মুখ মোস্তফা আল মাহমুদ। এখানেও লাঙ্গলের সঙ্গে অন্যদের লড়াই হবে। সিরাজগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আমিনুল ইসলাম ঝন্টুও এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী। জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও একাধিকবার সংসদ নির্বাচন করায় সিরাজগঞ্জ-৬ আসনে পরিচিত মুখ জাপা প্রার্থী মোক্তার হোসেন। তিনি এবার লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে মরিয়া। এখানেও জাপার সঙ্গে অন্য প্রার্থীদের লড়াই জমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১০

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১১

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১২

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৩

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৪

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৫

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৬

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৭

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৮

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৯

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

২০
X