রাফসান জানি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

জড়িতদের শনাক্ত করার দাবিতেই আটকে তদন্ত

দুই ট্রেনে নাশকতার আগুন
জড়িতদের শনাক্ত করার দাবিতেই আটকে তদন্ত

মোহনগঞ্জ এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। দুটি ট্রেনে দেওয়া নাশকতার আগুনে পুড়ে ৮ জনের প্রাণ গেলেও জড়িতরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। শনাক্তের দাবিতেই আটকে আছে তদন্তের অগ্রগতি। সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তারের তথ্য জানাতে পারেনি তদন্ত-সংশ্লিষ্টরা। দুটি আগুনের ঘটনাতেই ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঢাকা জেলা রেলওয়ে পুলিশ জানিয়েছে, তারা কাউকে শনাক্ত করতে পারেনি। ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিট কাজ করছে।

১৯ নভেম্বর রাজধানীর তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেছে। একই ঘটনায় র‌্যাব-৩ দাবি করেছিল, তারা চারজনকে শনাক্ত করেছে। ডিবি ও র্যাবের পক্ষ থেকে শনাক্তের এ দাবি করা হলেও জড়িতদের কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি।

গত ৫ জানুয়ারি রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার পরদিন ডিবি আটজনকে গ্রেপ্তারের কথা জানায়। তারা দাবি করে, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তার বিশ্বস্ত তিনজন দাগি বোমা সন্ত্রাসীসহ আরও কয়েকজনকে দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে। এ ছাড়া এই ৮ জনের মধ্যে একজন হলেন যুবদল নেতা মনসুর আলম। বেনাপোল এক্সপ্রেসে আগুনের আগে নাশকতার উদ্দেশ্যে ডাকা এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন মনসুর।

ডিএমপি ডিবির সংশ্লিষ্ট ইউনিটের এক কর্মকর্তা বলেন, রিমান্ডে মনসুরকে জিজ্ঞাসাবাদে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্তত চারজন বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়াতে সরাসরি যুক্ত ছিল। তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়োর হোসেন কালবেলাকে বলেন, কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। ডিবি বিএনপি নেতা নবী উল্লাহ নবী, যুবদল নেতা কাজী মনসুর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নবী ও মনসুর অন্য একটি মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন। বেনাপোল এক্সপ্রেসে আগুনের মামলায় তাদের গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।

নবী ও মনসুরের বিষয়ে ডিবি জানায়, নবী বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও অর্থদাতা। আর মনসুরের বিষয়ে ডিবির ভাষ্য, তিনি ঘটনার আগের দিন একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। যেখানে ৫, ৬ ও ৭ তারিখে সহিসংতার বিষয়ে পরিকল্পনা করা হয়।

গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দেয় বিএনপিসহ সমমনা দলগুলো। এর মধ্যেই ১৯ ডিসেম্বর ভোরে তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা হয় শিশু-নারীসহ চারজনকে। এরপর ৫ জানুয়ারি রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে। মারা যান শিশুসহ চারজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বেনাপোল এক্সপ্রেসে নিহত চারজনের মরদেহ মর্গে রাখা আছে। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। তারা হলেন চন্দ্রিমা চৌধুরী, এলিনা ইয়ামিন, নাতাশা জেসমিন ও আবু তালহা। কোন মরদেহ কার, তা শনাক্তের উপায় নেই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এরই মধ্যে স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। প্রতিবেদন পেতে আরও তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হবে স্বজনদের।

সিআইডি ডিএনএ ল্যাবের অ্যানালিস্ট আহমেদ ফেরদৌস কালবেলাকে বলেন, সোমবার দুটি পরিবারের ডিএনএ স্যাম্পল নিয়েছিলাম, মঙ্গলবার আরও দুটি পরিবারের নেওয়া হয়েছে। আশা করি, তিন থেকে চার সপ্তাহের মধ্যে ডিএনএ ফল পাওয়া যাবে।

ডিএনএ ল্যাবের এই কর্মকর্তা বলেন, নিহত চারজন পুড়ে কঙ্কাল হয়ে গেছেন। কারও গায়ে হাড় ছাড়া মাংস পাওয়া যায়নি। নিহতদের হাড় থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১০

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১১

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১২

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৩

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৪

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৫

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৬

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৭

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৮

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৯

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

২০
X