তাপপ্রবাহে পুড়ছে ভারত। অধিক তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। এ থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তবে দেশটির রাজস্থানের এক ব্যক্তি যে পদ্ধতি অবলম্বন করেছেন, তা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। যোধপুরের ওই ব্যক্তি অতিরিক্ত গরম থেকে বাঁচতে স্কুটারে শাওয়ার লাগিয়েছেন।
বেশ কিছুদিন ধরে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশে, পাঞ্জাব, রাজস্থানে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত সপ্তাহে দেশটির আবহাওয়া বিভাগ এসব রাজ্যে রেড অ্যালার্ট জারি করে। এ পরিস্থিতিতে তাপমাত্রা থেকে বাঁচতে অনেকে অভিনব সব পদ্ধতি অবলম্বন করছেন।
এর মধ্যে রাজস্থানের যোধপুরের এক ব্যক্তি তার ব্যবহৃত স্কুটারে বিশেষ পদ্ধতিতে শাওয়ার লাগিয়েছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই ব্যক্তির স্কুটার চালানোর সময় ফ্লোরবোর্ড রাখা প্লাস্টিকের ডিসপেনসার থেকে পানির ধারা ট্যাপের মাধ্যমে তার মাথায় পড়ছে, যা অবাক করেছে সবাইকে।
ইনস্টাগ্রামে একজন মন্তব্য করেছেন, লোকটি সবাইকে অবাক করে দিয়েছে। দারুণ আইডিয়া। সূত্র: অডিটিসেন্ট্রাল