নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বর্ষায় ভরসা

বর্ষায় ভরসা

আকাশের মেঘ ইদানীং কাউকে খুব একটা ভরসা দিচ্ছে না। এই রোদ, তো এই বৃষ্টি। আকাশের অবস্থা একটু ভালো দেখে বের হলেন, কিন্তু ফিরলেন একদম কাকভেজা হয়ে। রোদ-বৃষ্টির এ খেলার দিনে ছাতা বা রেইনকোট ছাড়া কোনো গতি নেই। কিন্তু ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগে না অনেকের, আবার বহন করাও ঝামেলার। অন্যদিকে মুষলধারায় বৃষ্টি হলে ছাতা সঙ্গে থাকলেও ভিজে যেতে হয়। এমন অবস্থায় সহজ সমাধান হতে পারে রেইনকোট। বিশেষ করে যারা মোটরসাইকেল, সাইকেল বা রিকশা চালান, তাদের জন্য এটি বেশি জরুরি।

বাজারে সব বয়সী মানুষের জন্যই বিভিন্ন ধরনের রেইনকোট পাওয়া যায়। এমনও কিছু রেইনকোট রয়েছে, যা চাইলে আপনি ভাঁজ করে ব্যাগের এক কোনায় রাখতে পারেন। এসব রেইনকোট একাধিকবার ব্যবহারের পাশাপাশি খুব সহজে পরিষ্কারও করা যায়। তাছাড়া মূল্যও হাতের নাগালে।

বড়দের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রং এবং মডেলের রেইনকোট। ছোটদের রেইনকোটে দেখা যাচ্ছে মজার মজার সব কার্টুন চরিত্র।

ফ্যাশন-সচেতন মেয়েদের জন্যও রেইনকোটের মধ্যে নানান ডিজাইন দেখতে পাওয়া যায়। মূলত মেয়েরা বর্ষায় ওভারকোট স্টাইলের রেইনকোট ব্যবহার করে বেশি।

ভালো মানের রেইনকোট কিনতে হলে এর ফেব্রিকস দেখে কেনা উচিত। বাজারে থাকা অনেক ধরনের রেইনকোটের মধ্যে একটি হলো প্লাস্টিক জাতীয় রেইনকোট। এগুলো স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এ ছাড়া ফুল পলিয়েস্টারের রেইনকোটও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের রেইনকোট ব্যবহার না করাই ভালো। আরেকটি সমস্যা হলো, এ ধরনের রেইনকোটগুলো ফেটে যায় দ্রুত।

রেইনকোটের দাম নির্ভর করে এর কাপড়ের মান ও স্তরের ওপর। বাজারে পাওয়া যায় যেসব রেইনকোট, তা সাধারণত পলিয়েস্টার অথবা প্যারাসুট কাপড়ের। এর বাইরে কম দামে পাবেন প্লাস্টিকের রেইনকোটও।

বেশি দামের মধ্যে ডার্বিসুপার, কমফোর্ট, ব্রিদবেল, রেড চ্যাম্পিয়ন ইত্যাদি ব্যান্ডের রেইনকোট বেশি চলছে। দীর্ঘদিন ব্যবহারও করা যায়। আর কম দামের মধ্যে আছে প্যারাসুট, বিগবস, ফিলিপস, পলিয়েস্টার, ওয়াটারপ্রুফ। আমাদের দেশে যেসব রেইনকোট পাওয়া যায়, তার অধিকাংশই চায়না থেকে আমদানি করা।

রেইনকোটের দাম

বড়দের রেইনকোটের দাম শুরু হয় ৪০০ টাকা থেকে। দেশি রেইনকোটের দাম পড়বে ৪০০ থেকে ১০০০ টাকার মধ্যে। শিশুদের রেইনকোটের দাম পড়বে ৩৫০ থেকে ৮০০ টাকা। পুরুষদের ফ্রি সাইজ রেইনকোটের দাম ৭০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। আর মেয়েদের সিঙ্গেল ওভারকোট পাওয়া যাবে ৬০০ থেকে ১০০০ টাকার মধ্যে। দুই প্রস্থ রেইনকোটের দাম দেড় হাজার টাকায় কিনতে পাওয়া যাবে।

যেখান থেকে কিনবেন

সব ধরনের রেইনকোটই পাওয়া যাবে নিউমার্কেট এবং গাউছিয়া এলাকায়। এ ছাড়া ফার্মগেট, মৌচাক, মতিঝিল এবং মিরপুরেও এসব রেইনকোট পাওয়া যায় সুলভ দামে। একটু দামের মধ্যে কিনতে চাইলে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজাসহ অভিজাত শপিং মলগুলোতে ঢু মারতে পারেন।

তাছাড়া রেইনকোট কেনার জন্য এখন আর মার্কেটে ছুটতে হয় না। বিভিন্ন পেজ ঘুরে নিজের পছন্দ মতো রেইনকোট এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদা পাথর কাণ্ডে ১০ সুপারিশ

পাসপোর্টহীন প্রবাসীরা যেভাবে ভোটার হতে পারবেন

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

উদ্বেগ জানালেন আজহারি

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

১০

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

১১

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

১২

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

১৩

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

১৪

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

১৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

১৭

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১৮

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১৯

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

২০
X