

এ বছরের হলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এটি আজ ২৬ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।
রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যান অভিনীত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি হতে যাচ্ছে এই ফ্রাঞ্চাইজির সর্বোচ্চ রানটাইমের সিনেমা, যার ডিউরেশন ২ ঘণ্টা ৭ মিনিট। ২০১৭ সালে ‘লোগান’-এর পর এই সিনেমায় ফের উলভারিনের চরিত্রে স্ক্রিনে ফিরছেন হিউ জ্যাকমান। তাই সিনেমাটি ঘিরে প্রত্যাশাও বেশি। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে ক্যাসান্দ্রা চরিত্রটির। এই চরিত্রে অভিনয় করেছেন এমা করিন। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি পরিচালনা করেছেন শন লেভি।
সিনেমাটির মুক্তি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতেও শুরু হয়ে গেছে উৎসব। দুদিন আগেই ছাড়া হয় সিনেমাটির অগ্রিম টিকিট। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী মুক্তির আগেই ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর অনলাইনে ২ লাখ টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া এই সিনেমার জন্য বলিউড সিনেমার শো কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া জাপান, ইউরোপ, লন্ডন এবং লাতিন অঞ্চলে সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে এর মধ্যেই বেশ ভালো সারা পাচ্ছে বলে জানায় হলিউডভিত্তিক বক্স অফিস দ্য নম্বর।