মার্কিন নির্মাতা আজাজেল জ্যাকবস। ২০২৩ সালে তিনি নির্মাণ করেন হিস থ্রি ডটার নামে একটি ড্রামা ফিল্ম। বিভিন্ন উৎসবে এরই মধ্যে এটি প্রশংসিত হয়েছে। এবার নেটফ্লিক্সে আগামী ২০ সেপ্টেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমায় তিন মেয়ের গল্প নিয়ে নির্মাণ হয়েছে। যাদের বাবা নেই, কিন্তু কোনো না কোনোভাবে তাদের বাবার পরিচয় দ্বারা তারা প্রভাবিত হচ্ছে এবং তাদের সফলতা ও ব্যর্থতার সঙ্গেও তার বাবার নাম জড়িয়ে আছে। এর মধ্যেই তাদের একটি জীবন আছে, যা তারা নিজেদের মতো করে যাপন করতে পছন্দ করেন। এমনই এক ড্রামা গল্পে নির্মিত সিনেমাটি।
সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্যারি কুন, নাতাশা লিওন ও এলিজাবেথ ওলসেন।