কিছুদিন আগেই ছিল সংগীতশিল্পী নিশীতা বড়ুয়ার জন্মদিন। দিনটিতে এই শিল্পী সহকর্মী ও ভক্তদের কাছ থেকে ভালোবাসায় সিক্ত হন। এবার দর্শকের জন্য নতুন একটি গান নিয়ে এলেন তিনি। তার এবারের গানের শিরোনাম ‘মেঘ কপালে মেয়ে’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।
নিশীতা এর আগেও সুমন কল্যাণের সুর ও সংগীতে গান গেয়েছেন। তবে ‘মেঘ কপালে মেয়ে’ গানটি যেন একটু অন্যরকম। নিশীতাও ভীষণ দরদ দিয়ে গানটি গেয়েছেন। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। নতুন এই গান নিয়ে নিশীতা বড়ুয়া বলেন, ‘গানের কথা খুব সুন্দর। প্রসেনজিৎ দাদা চমৎকার লিখেছেন। সুরটাও অসাধারণ। আমি এর আগেও সুমন কল্যাণ দাদার সুরে গান গেয়েছি। তবে এই গানের কথা ও সুর অন্যরকম। প্রথম শুনেই ভালো লেগে ছিল আমার। এখন শ্রোতাদের পালা, তাদের ভালো লাগাটাই তো সবচেয়ে বড় বিষয়।’