তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

আমি মানুষের বাংলাদেশ চাই

আমি মানুষের বাংলাদেশ চাই

দেশের নাটক অঙ্গনের খ্যাতিমান নাম কচি খন্দকার। নির্মাতা, অভিনেতা, চিত্রনাট্যকার, প্রতিটি পরিচয়েই তিনি পেয়েছেন অতুলনীয় সফলতা। অভিনয় দিয়ে হয়েছেন দর্শকনন্দিত, নির্মাণে দেখিয়েছেন মুনশিয়ানা, আর গল্পে বলেছেন সাধারণ মানুষের মনের কথা। তবে এসবের বাইরে তিনি একজন দুর্দান্ত সাংগঠনিক মানুষ।

সম্প্রতি শিল্পীদের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলেছেন কচি খন্দকার। তিনি বলেন, ‘শিল্পীরা রাজনীতির সঙ্গে থাকবে। এখানে দোষের কিছু নেই। কারণ সবচেয়ে সুন্দর রাজনীতি শিল্পীরাই করতে পারে। কারণ তাদের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। এই জায়গায় যদি কোনো শিল্পী ব্যর্থ হয় তাহলেই তাকে নিয়ে প্রশ্ন উঠবে। একজন শিল্পীর সততা তাকে সামাজিকভাবে আরও প্রসারিত করবে। এখন কেউ যদি রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেদের অপরাধী করে ফেলে, তাহলে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।’ এ সময় তিনি আরও জানান, একজন শিল্পী সমাজের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা যে অনুসরণ করে, সে কখনো অন্যায় করতে পারে না। এরপর মুক্তিযুদ্ধের সময়ে শিল্পীদের অবদান নিয়েও কথা বলেন এই শিল্পী। তিনি বলেন, ‘প্রতিবাদের ভাষা শিল্পীদেরই সবচেয়ে ভালোভাবে বলতে হবে। কারণ মুক্তিযুদ্ধে আমাদের দেশের শিল্পীদের যে অবদান, তা বর্তমান প্রজন্মের শিল্পীদেরও মনে রাখতে হবে। দেশের জন্য সেসময় অনেক শিল্পী জেল খেটেছে, জীবন দিয়েছে। তার পরও শিল্পীরা বঞ্চিত হয়েছে। তাতে হতাশ হওয়ার কিছু নেই। এর পরও শিল্পীদেরই দেশের ক্রান্তিকালীন সময়ে এগিয়ে আসতে হবে।’ এরপর তাকে জিজ্ঞেস করা হয় কেমন বাংলাদেশ চান তিনি? এক কথায় তিনি বলেন, ‘আমি মানুষের বাংলাদেশ চাই।’ কচি খন্দকারের পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ‘এফডিসি’, ‘ইয়েস বস নো বস’, ‘জেলাস’, ‘নো কোশ্চেন নো আনসার’ ও ‘প্রবাদ বাক্য’ উল্লেখযোগ্য। তার রচিত ‘ক্যারাম’, ‘কবি, লিটল ম্যাগ’, ‘খসরু+ময়না’, ‘বাইসাইকেল’, ‘ভূগোল’, ‘জেলাস’, ‘জুতো আবিষ্কার’, ‘মানুষ/অমানুষ’ ও ‘আলেকজান্ডার দ্য সেলুকাস’ উল্লেখযোগ্য। এ ছাড়া নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন সিনেমাতেও। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘গেরিলা’, ‘প্রজাপতি’ ও ‘গোয়েন্দাগিরি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা প্রসঙ্গ, কী জবাব দিলেন মামদানি

‘দেশের ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ করছে রাজশাহী’

অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার আছে লুকানো স্বাস্থ্যঝুঁকি

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম বন্দরের সব প্রবেশমুখে অবরোধের ডাক

মঞ্চ থেকে পড়ে আইসিইউতে ‘মিস জ্যামাইকা’

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পও নরসিংদীতে

প্রশাসনের অনেকে বিশেষ দলের পক্ষে কাজ করছে : এটিএম আজহার

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

বিয়ে করলেন অভিনেত্রী মম

১০

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

১১

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

১২

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৩

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

১৪

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

১৫

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

১৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

১৭

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

১৮

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

১৯

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

২০
X