তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শকদের রিচ করতে হবে

দর্শকদের রিচ করতে হবে

মডেল ও অভিনেতা রুশো শেখ। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে। সম্প্রতি তার অভিনীত একক নাটক ‘প্রবাসীর স্ত্রী’ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউটিউবে আপলোড হওয়ার পর নাটকটি ৫০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন। এবার তার ইচ্ছা দর্শকদের আরও কাছে পৌঁছে যাওয়া।

কালবেলাকে রুশো শেখ বলেন, ‘আমি নিয়মিত অভিনয় করছি। এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। নির্মাতাদের পরামর্শ অনুযায়ী নিজেকে নতুন নতুন চরিত্রের জন্য তৈরি করছি। তার পরও আমার কেন যেন মনে হচ্ছে, আমি দর্শকদের রিচ করতে পারছি না। এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ দর্শক চাহিদা ছাড়া কোনো অভিনেতাই প্রতিষ্ঠিত হতে পারবেন না। দর্শক ভালো না বাসলে আমাকে দিয়ে নির্মাতা ও প্রযোজক কেউ রিস্ক নেবেন না। তাই কাজের মাধ্যমে দর্শকদের রিচ করতে হবে আমার।’

এর ব্যাখ্যা দিয়ে রুশো বলেন, “আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে একটি বিষয় আছে, সেটি হলো—আপনি পরপর তিনটি নাটক করেছেন। যার তিনটিই ফ্লপ হয়েছে। তাহলে আপনার অভিনয়ের ক্যারিয়ারে মোটামুটি সমাপ্তির ঘণ্টা বেজে যাবে। কারণ এরপর আর আপনাকে কেউ কাজে নিতে চাইবেন না। এর জন্য এখন থেকেই আমি গল্পনির্ভর কাজগুলো করার চেষ্টা করছি। কারণ এসব কাজে নিজেকে প্রমাণের সুযোগ থাকে। আলহামদুলিল্লাহ যার কারণে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে দর্শকদের থেকে ভালো সাড়া পেয়েছি।”

রুশোর কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে দেশের নাটকে জুটি নির্ভর কাজ হচ্ছে অনেক। যেসব জুটি দর্শকও ভালোভাবে গ্রহণ করছেন। কারও সঙ্গে জুটি হয়ে একাধিক কাজের ইচ্ছা আছে কি না? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আছে। কারণ দর্শক কিন্তু নিলয়-হিমি বলে, শুধু নিলয় বা হিমির নাটক বলে নয়। জুটির গ্রহণযোগ্যতা দর্শকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। তাই আমিও ভাবছি জুটি নিয়ে। দেখি কী হয়।’

এ সময় বড় পর্দায় কাজের পরিকল্পনার কথাও জানান এই অভিনেতা। অভিনয় যেহেতু পেশা হিসেবে নিয়েছেন, তাই বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা রয়েছে তার। তবে এর জন্য সময় নিতে চান। কারণ একটি সিনেমা করেই হারিয়ে যেতে চান না। তাই পরিপক্বভাবে বড় পর্দায় কাজ করতে চান তিনি। বর্তমানে তার হাতে বেশ কিছু নাটক রয়েছে। আছে বিজ্ঞাপনের কাজও।

রুশো নাটকে নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তানিয়া বৃষ্টি ও অহনা রহমানের মতো অভিনেত্রীদের সহশিল্পী হিসেবে পেয়েছেন।

২০১২ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু রুশোর। এরপর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘অ্যা জার্নি বাই রিলেশন’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান।

তার জনপ্রিয় সিরিজের মধ্যে হ্যালো লেডিস, গার্লস স্কোয়াড উল্লেখযোগ্য। নাটকের মধ্যে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’, ‘রাগী বয়ফ্রেন্ড’, ‘ইফ অনলি’, ‘অসহায় বাবা’, ‘প্রবাসীর স্ত্রী’সহ বহু নাটক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ইসির প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ

৪০ হাজার টাকা বেতনে ভিভো-তে কাজের সুযোগ

ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারাও খেলবে এশিয়ান কাপে

সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’ লিখে হুমকি

যেসব আমলে দ্রুত বিয়ে হয়

ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের ১৫ হাজার ডলার লাগবে

দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : সালাহউদ্দিন

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি : টিউলিপ

১০

গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

১২

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর, শুটিং বন্ধ 

১৩

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী

১৪

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

১৫

সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

১৬

চাকরিচ্যুতদের অবরোধে ২৫ ব্যাংকের কার্যক্রম ৪ ঘণ্টা বন্ধ

১৭

বুটেক্সের তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

১৮

স্বল্পমূল্যে ইন্টারনেট ও স্মার্টফোন সরবারহ করতে চায় সরকার

১৯

তলোয়ার হাতে কী করছেন সাদিয়া?

২০
X