তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন দম্পতিদের অপেক্ষায়...

নতুন দম্পতিদের অপেক্ষায়...

বলিউড সবসময়ই তারকাদের প্রেম জীবনের ব্যাপারে অনুমান ও গুঞ্জনের জন্য বেশ পরিচিত। বছরের পর বছর ধরে আমরা কিছু এমন সম্পর্কের গুঞ্জন শুনেছি এবং দেখেছি, যেগুলো ছিল সবচেয়ে গ্ল্যামারাস ও অবাক করা। যদিও কিছু তারকা যুগল তাদের প্রেমজীবন গোপন রাখতে পছন্দ করেন, আবার কিছু জুটি তাদের পাবলিক উপস্থিতি এবং খোলামেলা আলাপচারিতার মাধ্যমে ভক্তদের তাদের সম্পর্ককে অফিসিয়াল ঘোষণা করার জন্য অপেক্ষা করাতে থাকেন।

আজ নতুন বছরে এমন কিছু বলিউডের জুটির গল্প বলা হবে, যারা নতুন বছরে তাদের সম্পর্কটি পাবলিকলি ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে। খবর: পিঙ্কভিলা সুহানা খান ও অগস্ত্য নন্দা শাহরুখ খানকন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ সিরিজে একসঙ্গে আত্মপ্রকাশ করেন। এর আগে যদিও তাদের একসঙ্গে অনেকবার দেখা গেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের মধ্যকার মিষ্টি আলাপচারিতা ভক্ত মহলে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।

এ ছাড়া সুহানার জন্মদিনে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে, সিনেমার স্ক্রিনিংয়ে তাকে রক্ষা করতে অগস্ত্যর এগিয়ে আসা তাদের কেমিস্ট্রিকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে, তারা দুজন সম্পর্কে রয়েছেন। যদিও দুজনই এখনো কিছু নিশ্চিত করেননি, তবে ভক্তরা আশা করছেন ২০২৫ সালে তাদের সম্পর্ক নিয়ে অফিসিয়াল ঘোষণা আসবে।

খুশি কাপুর ও বেদাং রায়না খুশি কাপুর ও বেদাং রায়নাকে একসঙ্গে বেশ কয়েকবার দেখা যায়, যা নিয়ে দর্শকমহলে সৃষ্টি হয় তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন। যদিও এ যুগল তাদের সম্পর্ক গোপন রেখেছে। এদিকে ‘দ্য আর্চিস’খ্যাত অভিনেত্রী খুশি কাপুর তার ছুটি চলাকালে বেদাং রায়নার নাম লেখা একটি ব্রেসলেট পরতে দেখা যায় এবং তারা একটি বিয়েতেও একসঙ্গে উপস্থিত ছিলেন। যদিও পাবলিকলি কোনো কিছুই তারা নিশ্চিত করেননি তবুও তাদের ঘনিষ্ঠতা স্পষ্ট এবং ভক্তরা ২০২৫ সালে তাদের সম্পর্কের অফিসিয়াল ঘোষণা আশা করছেন।

অনন্যা পান্ডে ও ওয়াকার ব্লাঙ্কো আদিত্য রায় কাপুরের সঙ্গে ব্রেকআপের পর অনন্যা পান্ডে আবারও তার ভালোবাসা খুঁজে পেয়েছেন ওয়াকার ব্লাঙ্কোর কাছে। যিনি একজন প্রাক্তন মডেল এবং বর্তমানে অনন্ত আম্বানির পশু আশ্রয়কেন্দ্রে কাজ করছেন। তাদের বেশ কিছু ইভেন্টে একসঙ্গে দেখা যায় বিশেষ করে অনন্ত আম্বানির বিয়েতে।

এদিকে অনন্যার জন্মদিনে একটি আন্তরিক পোস্ট শেয়ার করেছেন ওয়াকার, যেখানে তিনি অনন্যাকে ‘বিশেষ’ বলে উল্লেখ করেছেন। তাদের এ বাড়তি সংযোগ দেখে দর্শকরা ২০২৫ সালে তাদের সম্পর্কটি অফিসিয়াল ঘোষণা করার অপেক্ষায় রয়েছেন।

কৃতি শ্যানন ও কবির বাহিয়া কৃতি শ্যানন ও কবির বাহিয়া প্রেম করছেন এ গুঞ্জনটি অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। তাদের তোলা ছুটির ছবি এবং ইভেন্টে একসঙ্গে উপস্থিতি এসব গুঞ্জন আরও জোরালো করে তুলেছে। এদিকে গ্রিসে দুজনের সফর থেকে শুরু করে একসঙ্গে দীপাবলি উদযাপন তাদের সম্পর্ক যেন দিন দিন গাঢ় করছে; এমনটিই মনে করছেন ভক্তরা। তাইতো ভক্তরা আশা করছেন ২০২৫ সালে দুজনই তাদের প্রেমের ব্যাপারে নিশ্চিত করবেন।

সারা আলি খান ও অর্জুন প্রতাপ বাজওয়া সারা আলি খান ও অর্জুন প্রতাপ বাজওয়াকে ২০২৪ সালের শুরুর দিকে কেদারনাথের একটি সফরের সময় একসঙ্গে দেখা যায় এবং এরপর থেকেই তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন সৃষ্টি হয়। এ ছাড়া তাদের রাজস্থানেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে এবং সেখানে তাদের কেমিস্ট্রি স্পষ্টভাবে বোঝা গিয়েছিল।

যদিও কেউই এ সম্পর্কটি নিয়ে নিশ্চিত করেননি তবে ভক্তরা অপেক্ষা করছেন ২০২৫ সালে তারা প্রেমের বিষয়টি পাবলিকলি ঘোষণা করেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস বাস্তবায়ন কতদূর?

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

১০

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

১১

সহজ ম্যাচ কঠিন করে জিতে শীর্ষে ফিরল চট্টগ্রাম

১২

‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন রাবির তিন সাংবাদিক

১৩

বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১৪

স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

১৫

প্রস্রাবের রং দেখে কি শরীরের অবস্থা টের পাওয়া যায়? কখন ডাক্তারের কাছে যেতেই হবে

১৬

‘বেইমান’ আখ্যা পাওয়া ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি

১৭

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

১৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

১৯

স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি

২০
X