জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস। নানা সময়ে বিভিন্ন কার্যক্রমের জন্য নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই শিল্পী। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাইলি তার থেকে বয়সে ছয় বছরের ছোট সংগীতশিল্পী ম্যাক্স মুরান্ডোর সঙ্গে সম্পর্কে জড়িছেন, যা নিয়ে তোলপাড় নেটি-মহল। তবে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন মাইলি।
মার্কিন এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মাইলি বলেন, ম্যাক্সের সঙ্গে আমার বয়সের পার্থক্য আমাদের মধ্যে সৃজনশীলতা এবং জীবনের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সামঞ্জস্যতা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ‘সে জীবনকে আমার চেয়ে অনেক ভিন্নভাবে দেখে। ম্যাক্স সোশ্যাল মিডিয়া এবং রেডিট থেকে অনেক কিছু শিখে এবং অনুসরণ করে। এমনকি তাদের কুকুরের পালন সম্পর্কেও সে রেডিট থেকে তথ্য নেয়। এদিকে আমি আমার ভাইবোনদের সঙ্গে কম্পিউটার শেয়ার করে চালাতাম। তেমন কোনো অ্যাপস সম্পর্কে আমার বেশি ধারণা নেই। মাইলি তার প্রেমিক ম্যাক্সকে একজন সৃজনশীল মানুষ হিসেবে বর্ণনা করেছেন এবং বর্তমানে তারা একসঙ্গে নতুন মিউজিক তৈরির কাজ করছেন।
এ বিষয়ে মাইলি বলেন, ‘আমি যাদের ভালোবাসি, তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আর ম্যাক্স তাদের মধ্যেই একজন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও মাইলি সাইরাস মনে করেন, তাদের মধ্যে অনেক মিল রয়েছে। বিশেষ করে তাদের দুজনেরই জীবনে খুব বেশি সিরিয়াস না হওয়ার ব্যাপারে। মাইলি ও ম্যাক্সের সম্পর্ক যদিও এখনো বেশ গোপনে, তবে তাদের একে অন্যের সঙ্গে সময় কাটানো এবং মিউজিক নিয়ে একসঙ্গে কাজ করা সামাজিক মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করছে।