মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

চরিত্রটি তিনশত ভাগ আলাদা

চরিত্রটি তিনশত ভাগ আলাদা

ট্রলারের পাটাতনে ঘুমানো, নদীর পাড়ে বসবাস—এরপর নিজেকে জীবন্ত এক মাঝির চরিত্রে রূপান্তর করা। সবকিছুই অভিনেতা এফ এস নাঈমের জন্য অভিনয় নয় জীবনেরই প্রথম অভিজ্ঞতা, যা বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার ‘জলে জ্বলে তারা’ সিনেমার হোসেন মাঝির চরিত্রের জন্য করেছেন তিনি। ইফফাত আরেফিন তন্বীর গল্পে এবং অরুণ চৌধুরীর নির্মাণে এতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা। সিনেমায় নিজের অভিনয় ও কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন, মহিউদ্দীন মাহি

‘জলে জ্বলে তারা’ সিনেমার মধ্য দিয়ে চার বছর পর বড় পর্দায়। কাজটি আপনার কতটা প্রিয়?

একজন অভিনেতা হিসেবে আমি যে ধরনের গল্প পছন্দ করি, যেমন সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারলে আনন্দ লাগে, যে সিনেমার গান গল্পের সঙ্গে মিশে যায় এবং পুরো সিনেমা ইউনিট একটি পরিবারের মতো হয়ে শুটিং সেটে দিনের পর দিন রাতের পর রাত কাজ করতে পারে। তেমন একটি সিনেমায় অভিনয় করতে পারা সত্যিই আনন্দের। যার কারণে কাজটি আমার ভীষণ প্রিয়। এ ছাড়া এই সিনেমার গল্প, গান এবং বিশেষ করে আমার চরিত্র। এ জার্নির সবকিছুই ছিল দুর্দান্ত অভিজ্ঞতায় ভরা।

সিনেমাটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। আপনার প্রত্যাশা কেমন...

‘জলে জ্বলে তারা’ নিয়ে আমি প্রত্যাশী। কারণ এ সিনেমার গল্প, গান ও চরিত্রগুলো দেখে দর্শক চোখে আরাম পাবে। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সব গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে। এরই মধ্যে দর্শকের ভালো ফিডব্যাক পাচ্ছি। আশা করছি সামনে দর্শক চাহিদা

আরও বাড়বে।

সিনেমায় আপনাকে মাঝির চরিত্রে দেখেছে দর্শক। কেমন ছিল এই অভিজ্ঞতা...

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আমার চরিত্রের নাম ‘হোসেন মাঝি’। এই কাজটি নিয়ে আমার অভিজ্ঞতা বলার আগে একটি বিষয় বলতে চাই। সেটি হচ্ছে, আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। চেষ্টা করি চরিত্রে নিজেকে শতভাগ ফুটিয়ে তুলতে। যার প্রমাণ বিগত পাঁচ বছরে মুক্তি পাওয়া আমার অভিনীত ওয়েব সিরিজগুলোয় দর্শকরা পেয়েছেন। যেমন, ‘কারাগার’ সিরিজে আমাকে দর্শক এক চরিত্রে পেয়েছে তো ‘মিশন হান্টে’ অন্যরকম আবার ‘রইলো বাকি দশ’-এ একেবারেই আলাদা। তারপর ‘কালপুরুষ’ সিরিজে তো অন্য এক নাঈমকে দেখেছে সবাই, যা প্রশংসাও পেয়েছে। এই চরিত্রগুলো আমার একটি অন্যটি শতভাগ আলাদা ছিল। কিন্তু ‘জলে জ্বলে তারা’ সিনেমাটিতে মাঝির চরিত্রটি আমার কাছে তিন শত ভাগ আলাদা লেগেছে। কারণ আমি নাটক থেকে বড় পর্দায় অভিনয় করেছি। এমন মাঝির চরিত্রে এর আগে আমার কখনোই করা হয়নি। বলতে গেলে বাস্তব জীবনেও না। তাই প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা গ্রহণে শুটিংয়ে আমি উচ্ছ্বাসিত ছিলাম।

মিথিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

মিথিলার সম্পর্কে এক কথায় যদি বলি তাহলে বলব, ও অসাধারণ একজন সঙ্গী। যে দল হয়ে কাজ করতে সহযোগিতা করে, যা নিয়ে আমাদের ‘জলে জ্বলে তারা’ টিমের সবাই ওর খুব প্রশংসা করেছে। এমন একজন সহকর্মীর সঙ্গে কাজ করতে অবশ্যই ভালো লেগেছে।

এই সিনেমাটি দর্শক কেন দেখবে...

এ সিনেমাটি কেন দেখবে, তার চেয়ে বড় বিষয় ‘জলে জ্বলে তারা’ যারা একবার দেখবে, তারা বারবার দেখতে চাইবে। কারণ আমি মনে করি আমাদের দেশের পানি ও মাটির গল্প এখনো আমাদের দর্শকের অনেক জানার বাকি আছে। তাই যে একবার দেখবে সে বারবার দেখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১০

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১১

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১২

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৩

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৪

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৬

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৭

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১৮

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

১৯

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম গ্রুপ

২০
X