বৃষ্টি শেখ খাদিজা,কান (ফ্রান্স) থেকে
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

কানসৈকতে টম ক্রুজকে দেখে উন্মাদনার ঢেউ

কানসৈকতে টম ক্রুজকে দেখে উন্মাদনার ঢেউ

কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের তৃতীয় তলায় লবিতে লিফটের দুপাশে জটলা। গতকাল বুধবার দুপুরে এখানে হাজির হলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। লাল-খয়েরি টি-শার্ট ও প্যান্টে টগবগে তরুণের মতোই লাগল ৬২ বছর বয়সী এই আমেরিকান অভিনেতাকে! চোখে দামি ব্র্যান্ডের সানগ্লাস। তিনি লবিতে আসতেই ‘টম টম’ ধ্বনিতে মুখর হয়ে উঠল চারপাশ। ধীরে ধীরে হেঁটে লিফটের দিকে যেতে যেতে হাসিমুখে হাত নেড়ে সবার অভিবাদনে সাড়া দিলেন নায়ক।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় ক্যাফে দে পালমায় মধ্যাহ্নভোজ সেরে ভবনের নিচতলা দিয়ে বেরিয়ে এলেন টম ক্রুজ। যথারীতি তাকে দেখে হইচই পড়ে গেল। ফটকের দুপাশে অপেক্ষমাণ অটোগ্রাফ শিকারি অনেকের আবদার মেটালেন তিনি। কয়েকজনের সঙ্গে সেলফিও তুললেন। মিনিট দুয়েক পর চারপাশে হাত নেড়ে ঝাঁ-চকচকে বিএমডব্লিউ গাড়িতে উঠে বিলাসবহুল হোটেলের দিকে চলে গেলেন পৃথিবী গ্রহের অন্যতম দামি এই তারকা। ভূমধ্যসাগরের তীরে কান শহরে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকোনিং’ নিয়ে এসেছেন টম ক্রুজ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এর আগে লালগালিচায় হেঁটেছেন তিনি। ‘মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকোনিং’ পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। তার সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ। তাদের সঙ্গে কানের লালগালিচায় হাজির হন আমেরিকান অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান অভিনেতা ভিং র্যামস, এসাই মোরালেস, ব্রিটিশ অভিনেতা সায়মন পেগ, ফরাসি অভিনেত্রী পম ক্লেমেন্টিয়েফ, কানাডিয়ান অভিনেতা হেনরি জেরনি ও কিউবান অভিনেত্রী মারিয়েলা গারিগা।

‘মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকোনিং’ ছবিতে শেষবারের মতো গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। ১৯৯৬ সালে এই ফ্র্যাঞ্চাইজের প্রথম ছবি ‘মিশন: ইমপসিবল’ মুক্তি পায়। প্রায় তিন দশকের রোমাঞ্চকর অভিযাত্রা শেষ হলো সাগরপাড়ের শহরে। ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মিশন: ইমপসিবল–ডেথ রেকোনিং পার্ট ওয়ান’। এর দ্বিতীয় ও শেষ কিস্তি হিসেবে ফ্রান্সে আগামী ২১ মে ও যুক্তরাষ্ট্রে আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকোনিং’। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি ও এরিক জেন্ড্রেসেন। সিনেমাটির পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্স। ১৯৯২ সালের ১৮ মে কান উৎসবের ৪৫তম আসরের সমাপনী চলচ্চিত্র ছিল টম ক্রুজ অভিনীত ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ঠিক ৩০ বছর পর ২০২২ সালের ১৮ মে উৎসবের ৭৫তম আসরে দেখানো হয় তার ‘টপ গান: ম্যাভেরিক’। তখন তাকে সম্মানসূচক স্বর্ণপাম দিয়েছে আয়োজকরা। তিন বছর পর তৃতীয়বারের মতো তিনি ফরাসি উপকূলে এসে বইয়ে দিলেন উন্মাদনার ঢেউ!

মূল প্রতিযোগিতা

কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মনোনীত হয়েছে ২২টি চলচ্চিত্র। এর মধ্যে বুধবার স্থানীয় সময় বেলা ৩টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জার্মানির মাশা শিলিনস্কি পরিচালিত ‘সাউন্ড অব ফলিং’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ছবিটির গল্প চারটি মেয়েকে কেন্দ্র করে। আলমা, এরিকা, অ্যাঞ্জেলিকা ও লেঙ্কা উত্তর জার্মানির উত্তরাঞ্চলে একই বাড়িতে কৈশোর কাটায়। পুরোনো ভবনটির দেয়ালে যেন লেগে আছে অতীতের প্রতিধ্বনি। এখানে তাদের জীবন একে অপরের প্রতিচ্ছবি হতে শুরু করে। বাজিন থিয়েটারে বিকেল ৩টা ৩০ মিনিটে ছিল ছবিটির প্রেস শো। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ইউক্রেনের সের্গেই লজনিৎজা পরিচালিত ‘টু প্রসিকিউটরস’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি তৈরি হয়েছে ১৯৩৭ সালে প্রকাশিত সোভিয়েত সমাজতান্ত্রিক পদার্থবিদ, রাজনৈতিক বন্দি ও লেখক জর্জি দেমিদভের গ্রন্থ অবলম্বনে। রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিটির গল্পে একজন তরুণ আইনজীবী রক্তে লেখা একটি বেনামি চিঠি পান। এরপর এগোয় কাহিনি। রাত ১০টা ১৫ মিনিটে দুবুসি থিয়েটারে ও বাজিন থিয়েটারে শুরু হয় ছবিটির প্রেস শো।

আঁ সাঁর্তে রিগা

কানের অফিসিয়াল সিলেকশনের আরেক প্রতিযোগিতা বিভাগ আঁ সাঁর্তে রিগার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুবুসি থিয়েটারে ছিল তিউনিসিয়ার এরিশ সেহিরি পরিচালিত ‘প্রমিসড স্কাই’। এর গল্পে দেখা যায়, আইভরিয়ান ধর্মযাজক ও সাবেক সাংবাদিক ম্যারি ১০ বছর ধরে তিউনিসিয়ায় বসবাস করছেন। তার বাড়ি হয়ে ওঠে উন্নত জীবনের আশায় থাকা অল্প বয়সী মা ন্যানির আশ্রয়স্থল। আর দৃঢ় মনোভাবের ছাত্রী জোলি নিজের পরিবারের আশা নিয়ে বেঁচে আছে। একটি ছোট্ট অনাথ মেয়ে হাজির হওয়ার পর উদ্বিগ্ন সামাজিক পরিবেশে তিন নারীর সংহতির অনুভূতি চ্যালেঞ্জের মুখে পড়ে। তখন একই সঙ্গে প্রকাশ পেতে থাকে তাদের সহজে ভেঙে পড়া ও শক্ত থাকার মানসিকতা।

আড্ডার আয়োজন

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন উৎসবের উদ্বোধনী ছবি ‘লিভ ওয়ান ডে’র পরিচালক আমেলি বোনাঁ ও কলাকুশলীরা। একই সময়ে দুবুসি থিয়েটারে আড্ডা দিয়েছেন ‘মিশন: ইমপসিবল দ্য ফাইনাল রেকোনিং’ ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। একই ভেন্যুতে বিকেল ৩টা ১৫ মিনিটে আড্ডা দেন উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণপাম পাওয়া আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরো।

সমান্তরাল বিভাগ

কান উৎসবের সমান্তরাল তিন বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে বুধবার। জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলের থিয়েটার ক্রুজেটে ডিরেক্টর’স ফোর্টনাইটের ছবি দেখা যাচ্ছে। এর উদ্বোধনী চলচ্চিত্র ‘এনজো’ সকাল ৮টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় প্রদর্শিত হয়। এটি পরিচালনা করেছেন মরোক্কান বংশোদ্ভূত ফরাসি নির্মাতা রবাঁ কম্পিলো। এদিন আমেরিকান পরিচালক টড হেইন্সকে ক্যারস দ’র সম্মাননা দিয়েছে ডিরেক্টর’স ফোর্টনাইটের আয়োজক ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড। এর অংশ হিসেবে দুপুর ২টায় দেখানো হয় তার পরিচালিত ‘আই অ্যাম নট দেয়ার’ (২০০৭) ছবিটি। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি আড্ডা দিয়েছেন।

ইস্পেস মিরামার ভেন্যুতে দেখানো হয় ক্রিটিকস উইকের ছবিগুলো। এর উদ্বোধনী চলচ্চিত্র বেলজিয়ামের লাওরা বান্দেল পরিচালিত “অ্যাডাম’স সেক” ছিল সকাল ৯টা, বেলা ৩টা ও রাত ৯টায়। এটি রয়েছে স্পেশাল স্ক্রিনিংস বিভাগে। এ ছাড়া সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত নেদারল্যান্ডসের স্ফেন ব্রেসারের প্রথম চলচ্চিত্র ‘রিডল্যান্ড’। লে আর্কেড প্রেক্ষাগৃহে ফ্রান্সের অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আয়োজিত এসিআইডির উদ্বোধনী চলচ্চিত্র ‘ল্যাভেনতুরা’র প্রদর্শনী হয়েছে বুধবার রাত ৮টা ও রাত ৮টা ৩০ মিনিটে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের সোফি ল্যুতুরনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩

এবার ‘বোতল-বোতল’ স্লোগান দিল জবি শিক্ষার্থীরা

শ্রম বাজার নিয়ে বাংলাদেশকে বড় সুখবর মালয়েশিয়ার

টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড প্রাইজমানি, বাংলাদেশ পাবে কত?

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জায়গায় হতে পারে ঝড়

চলমান আন্দোলনে যোগ দিচ্ছেন সাবেক জবি শিক্ষার্থীরা

ঢাবির প্রশাসনিক ভবনে‌ জোরপূর্বক তালা দিল ছাত্রদল-বাম 

আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন মোস্তাফিজ

টি সিরিজে ইশতিয়াক আহমেদের গান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০

জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

১১

থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক

১২

এবার ৪৫ বছরের নিষেধাজ্ঞা থেকে উঠছে সিরিয়া

১৩

কালবৈশাখীতে লন্ডভন্ড ২ শতাধিক ঘর-বাড়ি

১৪

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

১৫

পাক-রাজনীতিতে সুবাতাস / সমঝোতায় বসবেন শেহবাজ-ইমরান

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে : প্রেস সচিব

১৮

‘ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে’

১৯

তেজগাঁওয়ে শিশু রোজা মনি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ড্যাবের

২০
X