বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থী সৌমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সৌমিককে। তবে পুলিশ বলছে, আলামত দেখে মনে হচ্ছে, আত্মহত্যা করে থাকতে পারেন সৌমিক।

তবে তার চলাফেরার স্থানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, সৌমিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে। তিনি হত্যাকাণ্ডের শিকার হলে ঘাতকদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তিনি মায়ের সঙ্গে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কোহিনুর গার্ডেনে থাকতেন। পাশের ফ্ল্যাটেই থাকতেন তার খালা। সৌমিক ঢাবি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স শেষ করে ফুল স্কলারশিপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৬ জুন ঢাকায় মার্কিন দূতাবাসে যাওয়ার কথা ছিল তার। কোনো কারণে তা পিছিয়ে যায়। এ নিয়ে মানসিক চাপে ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনরা।

গত ১৯ জুন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন সৌমিক। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা দিনরাত খোঁজাখুঁজি চালিয়ে যান। একপর্যায়ে রোববার (২৯ জুন) সকালে তার মরদেহ পাওয়া যায় শাজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের বোট ক্লাবের লেকে।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিখোঁজের পরদিন রাতে সৌমিক শেরপুর বাস কাউন্টার থেকে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাসে (সিট নম্বর সি-৭) যাত্রা করেন। ভোররাতে কল্যাণপুরে নেমে রিকশায় কোথাও যান। শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকার বসুন্ধরা এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা হয় তার। তখন তিনি বলেন, ‘বাসায় একটু ঝামেলা হয়েছিল, রাগ করে চলে এসেছি।’ পরে আবার বাসে করে বগুড়ায় ফেরেন।

সৌমিকের চাচা আহসান হাবিব রতন বলেন, ‘সে অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল। সারা রাত পড়াশোনা করত, দিনে ঘুমাত, সন্ধ্যায় হাঁটতে বের হতো। তার কোনো শত্রু ছিল না। কয়েকদিন আগে বাসায় এসির পানি পড়া নিয়ে একটু কথাকাটাকাটি হয়েছিল। সেটি বড় কোনো বিষয় ছিল না। আমরা বিশ্বাস করি, সৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে, সৌমিকের নামে কেউ বাসের টিকিট কেটেছিল। তবে সে সত্যি ঢাকায় গিয়েছিল কি না, পুলিশ তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।’

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সৌমিকের মৃত্যুর কারণ জানতে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত করে কিছু বলা যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, সৌমিক নিখোঁজের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ কোনো অবহেলা করেনি। জিডি করার পর প্রথম থেকে তদন্ত শুরু করেছে। তিনি জানান, শহরের জলেশ্বরীতলা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা যায়, গত ২৬ জুন সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সৌমিক জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকার বাড়ি থেকে কালীবাড়ির দিকে একা হেঁটে যাচ্ছেন।

জানা যায়, প্রতিদিনই সৌমিক সন্ধ্যায় হেঁটে থাকেন। সঙ্গে তার মাও থাকেন। কিন্তু সেদিন তার সঙ্গে মা ছিলেন না। এরপর গত শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সৌমিক ঢাকায় বসুন্ধরা এলাকায় তার বন্ধুর সঙ্গে অবস্থান করেন। পরে তিনি বগুড়ায় আসেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এরপর রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুরে বি-ব্লক এলাকায় বোর্ড ক্লাবের লেকে সৌমিকের ভাসমান লাশ পাওয়া যায়। তিনি বলেন, সৌমিক এসআর পরিবহনের একটি বাসে বগুড়া থেকে ঢাকা যান। বগুড়ার শেরপুরে এসআর কাউন্টার থেকে ২৭ জুন রাত পৌনে ১২টার তিনি বাসের টিকিট সংগ্রহ করেছিলেন। ওই বাসেই তিনি ঢাকা যান। সেই টিকিট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১০

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১১

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১২

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৩

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৫

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৭

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৮

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৯

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

২০
X