বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থী সৌমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সৌমিককে। তবে পুলিশ বলছে, আলামত দেখে মনে হচ্ছে, আত্মহত্যা করে থাকতে পারেন সৌমিক।

তবে তার চলাফেরার স্থানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, সৌমিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে। তিনি হত্যাকাণ্ডের শিকার হলে ঘাতকদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তিনি মায়ের সঙ্গে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কোহিনুর গার্ডেনে থাকতেন। পাশের ফ্ল্যাটেই থাকতেন তার খালা। সৌমিক ঢাবি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স শেষ করে ফুল স্কলারশিপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৬ জুন ঢাকায় মার্কিন দূতাবাসে যাওয়ার কথা ছিল তার। কোনো কারণে তা পিছিয়ে যায়। এ নিয়ে মানসিক চাপে ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনরা।

গত ১৯ জুন সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন সৌমিক। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা দিনরাত খোঁজাখুঁজি চালিয়ে যান। একপর্যায়ে রোববার (২৯ জুন) সকালে তার মরদেহ পাওয়া যায় শাজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের বোট ক্লাবের লেকে।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিখোঁজের পরদিন রাতে সৌমিক শেরপুর বাস কাউন্টার থেকে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাসে (সিট নম্বর সি-৭) যাত্রা করেন। ভোররাতে কল্যাণপুরে নেমে রিকশায় কোথাও যান। শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকার বসুন্ধরা এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা হয় তার। তখন তিনি বলেন, ‘বাসায় একটু ঝামেলা হয়েছিল, রাগ করে চলে এসেছি।’ পরে আবার বাসে করে বগুড়ায় ফেরেন।

সৌমিকের চাচা আহসান হাবিব রতন বলেন, ‘সে অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল। সারা রাত পড়াশোনা করত, দিনে ঘুমাত, সন্ধ্যায় হাঁটতে বের হতো। তার কোনো শত্রু ছিল না। কয়েকদিন আগে বাসায় এসির পানি পড়া নিয়ে একটু কথাকাটাকাটি হয়েছিল। সেটি বড় কোনো বিষয় ছিল না। আমরা বিশ্বাস করি, সৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে, সৌমিকের নামে কেউ বাসের টিকিট কেটেছিল। তবে সে সত্যি ঢাকায় গিয়েছিল কি না, পুলিশ তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।’

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সৌমিকের মৃত্যুর কারণ জানতে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত করে কিছু বলা যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, সৌমিক নিখোঁজের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ কোনো অবহেলা করেনি। জিডি করার পর প্রথম থেকে তদন্ত শুরু করেছে। তিনি জানান, শহরের জলেশ্বরীতলা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা যায়, গত ২৬ জুন সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সৌমিক জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকার বাড়ি থেকে কালীবাড়ির দিকে একা হেঁটে যাচ্ছেন।

জানা যায়, প্রতিদিনই সৌমিক সন্ধ্যায় হেঁটে থাকেন। সঙ্গে তার মাও থাকেন। কিন্তু সেদিন তার সঙ্গে মা ছিলেন না। এরপর গত শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সৌমিক ঢাকায় বসুন্ধরা এলাকায় তার বন্ধুর সঙ্গে অবস্থান করেন। পরে তিনি বগুড়ায় আসেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এরপর রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুরে বি-ব্লক এলাকায় বোর্ড ক্লাবের লেকে সৌমিকের ভাসমান লাশ পাওয়া যায়। তিনি বলেন, সৌমিক এসআর পরিবহনের একটি বাসে বগুড়া থেকে ঢাকা যান। বগুড়ার শেরপুরে এসআর কাউন্টার থেকে ২৭ জুন রাত পৌনে ১২টার তিনি বাসের টিকিট সংগ্রহ করেছিলেন। ওই বাসেই তিনি ঢাকা যান। সেই টিকিট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১০

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১১

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১২

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৩

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৪

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৫

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৬

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৭

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

১৮

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

১৯

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

২০
X