খ্যাতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস চলাকালীন শারীরিক জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এর আগেও দুই বার তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এসব কারণে সম্প্রতি শিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার স্বামী গাজী আবদুল হাকিম কালবেলাকে বলেন, ‘ফরিদার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আশীষ কুমার চক্রবর্তী কালবেলাকে বলেন, ‘ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সর্বশেষ ডায়ালাইসিসের পর বাসায় গিয়ে শ্বাসকষ্ট শুরু হলে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা জটিল। কিডনি বিকল হওয়ার পাশাপাশি, এবার ইনফেকশন রক্তে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে তার ব্রেনে হেমারাইজিং স্ট্রোক হয়েছিল। এ কারণে উনার জ্ঞানের মাত্রাটিও একটু কম। সবকিছু মিলিয়ে উনি একটু ক্রিটিক্যাল স্টেজে রয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, তিনি এখনো পুরোপুরি সংকটমুক্ত নন।’
মন্তব্য করুন