

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং মার্কিন নির্মাতা ও অভিনেতা ব্র্যাডলি কুপার একসঙ্গে প্রেম করছেন দীর্ঘদিন, যা দুজনের কেউ স্বীকার না করলেও একসময় জেনে গিয়েছিল বিশ্ব। এরপর অনেক জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাদের। এবার নিউইয়র্কের রাস্তায় হঠাৎই ইনস্টাগ্রাম ক্রিয়েটর ডেভিড কার্মির ক্যামেরায় ধরা পড়লেন এই পাওয়ার কাপল। ‘কনফিডেন্স হেইস্ট’ সিরিজে প্রথমবারের মতো জুটি হিসেবে প্রশ্নের মুখোমুখি হন তারা।
কার্মি দুই তারকার দিকে মাইক বাড়াতেই জিজি প্রথমে উত্তর দেন—তার আত্মবিশ্বাস আসে আনন্দ খুঁজে পাওয়া থেকে। ক্রিয়েটরকে চিনে তিনি আরও বলেন, ‘তোমার ভিডিও আমি দেখেছি।’ এরপর ব্র্যাডলি কুপার জানান, তার আত্মবিশ্বাসের উৎস ‘জীবিত থাকা’, যা শুনে উপস্থিত সবার মধ্যেই উচ্ছ্বাস দেখা যায়।
বিদায় মুহূর্তে যারা আত্মবিশ্বাসে ভোগেন তাদের জন্য পরামর্শ দিতে বললে জিজির পরামর্শ ছিল—‘দিন ধরে দিন—একটা একটা করে এগিয়ে চলো।’
২০২৩ সালে সাধারণ বন্ধুদের মাধ্যমে পরিচয়ের পর থেকেই নিউইয়র্কে নিয়মিত একসঙ্গে সময় কাটাতে দেখা যায় জিজি ও ব্র্যাডলিকে। ২০২৪ সালে টেইলর সুইফটের কনসার্টে তাদের একসঙ্গে দেখা যায় এবং কয়েকটি ব্যক্তিগত ছুটিতেও যান তারা। একই বছরের শেষে গিগি প্রথমবারের মতো ব্র্যাডলির প্রশংসা করে জানান, ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে তাকে দূর থেকে সমর্থন জানিয়েছিলেন ব্র্যাডলি। তবে এরই মধ্যে নিজেদের সম্পর্ক খোলাসা করেছেন হলিউডে গ্লোবাল এই দুই তারকা।
মন্তব্য করুন