

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল। অভিনয় ও গ্ল্যামার দিয়ে ইতোমধ্যেই জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। অভিনয়ের পাশাপাশি পার্লার ব্যবসায় নাম লিখিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবেও প্রমাণ করেছেন। ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী। তবে এবার বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। ভক্তদের মনে প্রশ্ন ছিল—কবে বিয়ে করছেন তাদের প্রিয় তারকা? এ বিষয়ে স্পষ্ট কোনো দিনক্ষণ না জানালেও, কেয়া সাফ জানিয়ে দিলেন—গোপনে কিছু করবেন না।
কেয়া পায়েল বলেন, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’ বিয়ের বিষয়টি তিনি মহান সৃষ্টিকর্তার ওপরই ছেড়ে দিয়েছেন।
শ্বশুরবাড়ি ও নতুন জীবন শুধু বিয়ের ঘোষণা নয়, শ্বশুরবাড়ি এবং নারীদের স্বাধীনতা নিয়ে চমৎকার এক জীবনদর্শন তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব।’
বিয়ের পর নারীর জীবনে যে পরিবর্তন আসে, সেটাকে ‘নতুন জন্ম’ হিসেবেই দেখেন কেয়া। তার ভাষায়, ‘এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’
কেয়া পায়েলের শোবিজ যাত্রাটা অনেকটা রূপকথার মতোই। অভিনয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না তার। শখের বশে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে গিয়ে নির্মাতাদের নজরে পড়েন। এরপর ডাক পান অভিনয়ে। ২০১৮ সালে ক্যারিয়ারের প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান, যা সচরাচর দেখা যায় না।
সেই থেকে শুরু। এরপর আর পেছনে তাকাতে হয়নি। নিজের মেধা ও পরিশ্রমে এখন পর্যন্ত প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। বর্তমানে অভিনয় এবং ব্যবসা—দুটোই সমান তালে সামলাচ্ছেন এই গুণী অভিনেত্রী।
মন্তব্য করুন