

আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকায় শুরু হচ্ছে ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’ শীর্ষক ৭ম আই-ইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর পূর্বাচল আমেরিকান সিটিতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গ্রিন ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গবেষণানির্ভর সমাধান, মানবিক উদ্ভাবন এবং অংশীজনদের সমন্বিত সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
তিনি জানান, এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা—এ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষাবিদ, গবেষক, শিল্পখাত এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপযোগী একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এবারের আয়োজন।
তিনি আরও বলেন, এই সম্মেলন শুধু প্রযুক্তিগত অগ্রগতিই তুলে ধরবে না, বরং নিশ্চিত করবে যেন সেই অগ্রগতি মানবিক উদ্ভাবন দ্বারা পরিচালিত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ইন্ডাস্ট্রি ৫.০ বাস্তবায়নে গবেষণানির্ভর সমাধানের বিকল্প নেই—গ্রিন ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
সম্মেলনের পাবলিকেশন চেয়ার ও জিইউবি সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব জানান, এবারের আন্তর্জাতিক এসটিআই ২০২৫ কনফারেন্সে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, রোবোটিক্স ও সাইবার-ফিজিক্যাল সিস্টেমস—এসব ক্ষেত্রের অত্যাধুনিক গবেষণালব্ধ জ্ঞান শিল্প খাতে প্রয়োগের সুযোগ তৈরি হবে।
আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনের প্রথম আয়োজন হয় ২০১৯ সালে গ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে। তখন অংশ নেয় ২০টিরও বেশি দেশের গবেষক-অ্যাকাডেমিশিয়ান ও বিশেষজ্ঞরা।
এবার এসটিআই ৫.০ সম্মেলনে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা, কর্মশালা ও প্যানেল আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই সহযোগিতা, সাইবার সিকিউরিটি, রেজিলিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, আইওটি ও উন্নত অটোমেশন, গ্রিন টেকনোলজি, সার্কুলার ইকোনমি, পরিবেশগত স্থায়িত্ব, পোস্ট-প্যান্ডেমিক শিল্পগত রূপান্তর ও সামাজিক প্রভাব—ইত্যাদি সমসাময়িক ইস্যু।
জিইউবি’র ইইই বিভাগের অধ্যাপক ড. এএসএম শিহাব উদ্দিন জানান, এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে জমা পড়েছে প্রায় ৪৩৪টি গবেষণা পেপার। এর মধ্যে ১১৮টি পেপার নির্বাচিত হয়েছে উপস্থাপনার জন্য। শ্রেষ্ঠ প্রবন্ধগুলো ‘আই-ইইই এক্সপ্লোর’ ও ‘স্কোপাস ইনডেক্সিং’-এ উচ্চমানের প্রকাশনায় স্থান পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিইউবি সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষক ড. মো. অলিউর রহমানও।
আগামী ১১ ডিসেম্বর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা।
মন্তব্য করুন