

বর্তমান সময়ের ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি রূপ-ফ্যাশনেও তিনি এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন। সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত ছবি শেয়ার করে নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন এই অভিনেত্রী। কিন্তু এবার নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে কিছু ছবি প্রকাশ করে ভক্তদের বেশ চমকে দিলেন এই সুন্দরী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাচ্ছেন সাদিয়া আয়মান। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টিশার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়। সাদিয়া তার সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা’।
বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সারা ফেলে।
মন্তব্য করুন