

দীর্ঘদিন পর টেলিভিশন ও ডিজিটাল পর্দায় ফিরেছে পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন আর বাস্তব জীবনের না বলা গল্প। আর সেই গল্পই যেন ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই পর্বে পর্বে ভাঙছে ভিউয়ের রেকর্ড, বাড়ছে দর্শকের উচ্ছ্বাস—অনেকদিন পর এমন পারিবারিক ঘরানার নাটক ঘিরে তৈরি হয়েছে বিরল এক উন্মাদনা।
ইউটিউবে নাটকটির প্রায় প্রতিটি পর্বেই ১০ থেকে ১৮ মিলিয়ন ভিউ দেখা গেছে। এমনকি মাত্র এক দিন আগে প্রকাশ পাওয়া ২৬ নম্বর পর্বটি এরই মধ্যে ৭ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।
এদিকে নির্মাতা রাজ সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, নাটকটি মাত্র ২৬টি পর্বে এসেই ভিউয়ের দিক থেকে এক নতুন রেকর্ড গড়েছে। তার দাবি, ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধারাবাহিকটি এখন পর্যন্ত ২৬০ কোটি (২ দশমিক ৬ বিলিয়ন) বার দেখা হয়েছে।
পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের এক নিটোল গল্পে বোনা হয়েছে এ নাটক। দুই ভাই ফাহাদ ও সামির এবং তাদের স্ত্রী সায়রা ও মেহেরিনের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা এতে উঠে এসেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার ও সুনেরাহ্বিনতে কামাল। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ অনেকে।
আদিত্য মনিরের চিত্রগ্রহণে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ‘ক্ষণিকালয়’ শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে।
নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে এর তিনটি গান। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। ‘সে মানালে’ শিরোনামের গানটি গেয়েছেন শাহরিয়ার মার্সেল। ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।
‘সিনেমাওয়ালা’র ব্যানারে নির্মিত এই মেগা ধারাবাহিকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে। এ ছাড়া বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় নাটকটি দেখা যাচ্ছে ‘সিনেমাওয়ালা ইউটিউব’ চ্যানেলে।
মন্তব্য করুন