

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) ৩টা ৩৫ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে স্থাপিত জনসভা মঞ্চে উঠেন তিনি।
সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল ১০টা থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুরের মধ্যে হাজার কানায়পূর্ণ হয়ে বিসিক শিল্পপার্ক মাঠ।
বেলা পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী জনসভা শুরু হয়। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জ-১ আসনের আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এম এ মুহিত, পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বরে সিরাজগঞ্জে এসেছিলেন। কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
মন্তব্য করুন