

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে তিনি এখন নতুন সংসারের বাসিন্দা। গত বছর সেপ্টেম্বরে চুপিচুপি বিয়ে সেরেছিলেন, আর এবার বিয়ের কয়েকমাস পর স্বামীকে নিয়ে প্রকাশ্যে আনলেন এক হৃদয়স্পর্শী বার্তা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারিয়া জানালেন, এই যুগে এমন একজন সহজ-সরল মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নেয়ামত ছাড়া আর কিছুই নয়।
স্বামীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লেখেন, “আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যান্ত্রিক সময়ে এমন নির্ভেজাল মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার।
অথচ একটা সময় বিয়ে বা নতুন সম্পর্কে জড়ানোর সাহস ও আগ্রহ দুটোই হারিয়ে ফেলেছিলেন ফারিয়া। সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি লেখেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি আগ্রহী ছিলাম না। কিন্তু আমার কাছের মানুষরা আমাকে বলেছিল—তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। এখন থেকে সবকিছু ভালোই হবে।” কাছের মানুষের সেই আশ্বাস যে মিথ্যা ছিল না, তা ফারিয়ার বর্তমান সুখী জীবনই প্রমাণ করে।
মাত্র তিন দিন হলো নতুন বাসায় উঠেছেন এই দম্পতি। নতুন সংসারে স্বামী তানজিম তৈয়ব যেভাবে ‘ঘরের কর্তা’ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তা দেখে মুগ্ধ অভিনেত্রী। তিনি বলেন, “আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি। আর তাতেই আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।”
প্রসঙ্গত, শবনম ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব পেশায় একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা তানজিম রাজশাহীর সন্তান। গত বছরের সেপ্টেম্বরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
মন্তব্য করুন