

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা পাওয়া রাজবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে এবং ঘরে রাখা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সঙ্গে গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল লুট করে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গত ৩০ অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে অন্ধ গফুর মল্লিকের সঙ্গে দেখা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা হিসেবে নগদ অর্থ ১ লাখ ৭৫ হাজার টাকা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবার’র নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮)। অন্ধ চোখে আলোর দেখা না পেলেও, অদম্য মনোবলে তিনি প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
জন্মান্ধ গফুর মল্লিকের একমুঠো নাড়ুর গল্প যেন হৃদয় ছুঁয়ে গেল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার মানবিক আবেদন পৌঁছে যায় তারেক রহমানের কাছে। ঘটনাটি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
মন্তব্য করুন