কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ
বাংলা সিনেমা

ঈদের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহের হালচাল

প্রিয়তমা চলচ্চিত্রের দৃশ্যে শাকিব ও ইধিকা। ছবি : সংগৃহীত
প্রিয়তমা চলচ্চিত্রের দৃশ্যে শাকিব ও ইধিকা। ছবি : সংগৃহীত

ঈদের আগের দিন থেকেই টানা বৃষ্টিতে নাজেহাল সারা দেশের মানুষ; কিন্তু তাতে কি! বৈরী আবহাওয়া ছাপিয়ে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো। দেশের ১৬৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি চলচ্চিত্র। প্রতিটি ঘিরেই দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে, যা বাংলা চলচ্চিত্রে সুদিন ফেরার আভাস দিচ্ছে। প্রথম সপ্তাহান্তে জেনে নেওয়া যাক প্রেক্ষাগৃহের হালচাল। লিখেছেন রাব্বানী রাব্বি

এ ঈদে দর্শক উন্মাদনার শীর্ষে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ও আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। সপ্তাহজুড়েই প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে এ দুই ছবি। তবে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র মতো হিড়িক না পড়লেও আলোচনায় রয়েছে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ ও নিরব-বুবলীর ‘ক্যাসিনো’। দর্শকরা প্রশংসা করছেন এ দুটি ছবিরও। এমনকি এগুলোর প্রেক্ষাগৃহও হাউসফুল। এ ছাড়া অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ নিয়েও সাধারণ দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। হলমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি সিনেমাই বেশ পছন্দ করছেন দর্শকরা।

ভিড় বেশি ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে। সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন—এ দুই ছবির ক্ষেত্রে সব জায়গায় টিকিট নিয়ে হুড়োহুড়ি। পাওয়া যাচ্ছে না ইনস্ট্যান্ট শোর টিকিট। বেশিরভাগ দর্শকই অগ্রিম টিকিট কেটে ফেলেছেন, যে কারণে অনেক প্রেক্ষাগৃহে ব্ল্যাকে তিনগুণ দামেও টিকিট বিক্রি হচ্ছে! যা সাম্প্রতিক বছরের তুলনায় অকল্পনীয়।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এবার ঈদ উপলক্ষে চারটি সিনেমা মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সব সিনেমা বেশ ভালো যাচ্ছে। এখন পর্যন্ত পাল্লা দিয়ে লড়ছে নিশোর ‘সুড়ঙ্গ’ ও শাকিবের ‘প্রিয়তমা’। হাউসফুল যাচ্ছে দুটি সিনেমার প্রতিটি শো। তবে এগিয়ে আছে ‘সুড়ঙ্গ’। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সর্বাধিক ৩৩টি শো চলছে ছবিটির।

জানা যায়, যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এ ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেখানে এখন পর্যন্ত রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ বেশ ভালো যাচ্ছে। এ ছাড়া চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’র প্রতিটি শোতেও বেশ দর্শক সমাগম হচ্ছে।

ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, “আমাদের এখানে ঈদের সবকটি সিনেমা চলছে। প্রতিটি সিনেমাই বেশ ভালো যাচ্ছে। তবে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ বেশি ভালো যাচ্ছে, তার মানে এই নয় যে, বাকিগুলো খারাপ যাচ্ছে।”

কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে ঈদের সব সিনেমা। সেখানে প্রতিদিন চারটি করে শো চলছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র। প্রতিটি সিনেমায় দর্শক হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানীর শ্যামলী সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে ‘সুড়ঙ্গ’। হলের হাউস ম্যানেজার বললেন, ‘প্রতিদিন এখানে চারটি শো চলছে, প্রায় প্রতিটি শো-ই হাউসফুল যাচ্ছে। অনেক মানুষ টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। তাই এখন থেকেই আগামী এক সপ্তাহের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি আমরা।’

রাজধানীর মধুমিতা সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকেই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদের দিন থেকেই বৃষ্টি। প্রথম দিন দর্শক কিছুটা কম হলেও ঈদের পরদিন থেকে দর্শক বাড়ছে। ভালো ব্যবসা করছে। ছবিটি সুপারহিট হবে।’

শুধু রাজধানীতে নয়, রাজধানীর বাইরের বিভিন্ন জেলা, উপজেলা শহরের সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার শো যাচ্ছে হাউসফুল।

গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে চলছে ‘সুড়ঙ্গ’। হল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি শো যাচ্ছে হাউসফুল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলছে ‘প্রিয়তমা’। হলটির সহব্যবস্থাপক অজিত দাস বলেন, ‘আমাদের প্রতিটি শো হাউসফুল যাচ্ছে, আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন। আমরা যেমন আশা করেছিলাম, তার চেয়েও বেশি সাড়া পাচ্ছি।’

এ ছাড়া যশোরের ‘মণিহার’, খুলনার ‘চিত্রালী’, ময়মনসিংহের ‘ছায়াবাণী’, বরিশালের ‘অভিরুচি’, রংপুরের ‘শাপলা টকিজ’, মুক্তারপুরের ‘পান্না’, পাবনার ‘রূপকথা’, ভৈরবের ‘দরশন’ ও ‘মধুমিতা’সহ সারা দেশেই বেশ ভালো যাচ্ছে ঈদের সিনেমা।

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় রেকর্ডসংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’। সারা দেশে প্রতিদিন ৪৫০টির বেশি শো চলছে ছবিটির। রোমান্টিক অ্যাকশন ধাঁচে নির্মিত এ চলচ্চিত্রের কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহিদ উন নবী প্রমুখ।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলছে ২৮টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ৩৩ শো চলছে সিনেমাটির। এতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। যৌথ প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।

সিনেপ্লেক্সসহ ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’। পরিচালনা করেছেন সৈকত নাসির। নিরব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। আবদুল্লাহ জহির বাবুর গল্পে চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

এদিকে ‘প্রহেলিকা’ দিয়ে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

সরকারি অনুদানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি প্রেক্ষাগৃহে। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X