তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

অপেক্ষায় ঐন্দ্রিলা

অপেক্ষায় ঐন্দ্রিলা

একসময়ের টেলিভিশন নাটকের প্রিয়মুখ তিনি। অথচ তাকেই কি না অভিনয়ে আর দেখা যায় না! বলছিলাম ঐন্দ্রিলা আহমেদের কথা। তার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের। তবে উপস্থাপনায় দেখা যায় ঐন্দ্রিলাকে। কয়েক বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘পার্টনারশিপ অ্যানালাইন্স ম্যানেজার’ হিসেবে কর্মরত রয়েছেন এই সুন্দরী। ফলে চাইলেও অভিনয়টা নিয়মিত করতে পারেন না তিনি।

তবে চাকরিতে যোগদানের আগে দারুণ সব গল্পের নাটকে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। বর্তমানে অভিনয়ে ঠিক সেভাবে দেখা না গেলেও উপস্থাপনাটা নিয়মিত করে যাচ্ছেন। গত ঈদুল ফিতরেও তিনি মাছরাঙা, এসএ টিভিতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। কয়েক বছর আগে মা দিবসের অনুষ্ঠানেরও উপস্থাপনা করেছেন তিনি। অভিনয়ে তিনি যেমন দর্শকের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি উপস্থাপনাতেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বর্তমানে শুধু বাংলাভিশনে তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানটি। গত তিন বছর ধরে তিনি এ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

তবে ঐন্দ্রিলা নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পান। অভিনয় এবং উপস্থাপনা প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক কিংবা শর্ট ফিল্মে অভিনয়ের জন্য নিয়মিতই প্রস্তাব আসে। যখন স্ক্রিপ্ট চাই, স্ক্রিপ্টও পাঠান তারা। কিন্তু আমার মনের মতো হয় না বিধায় কাজ করা হয়ে উঠছে না। আবার এটাও সত্যি যে, সেসব কাজ ছেড়ে দিয়ে আমার মন খারাপও হয় না। এ ছাড়া বিজ্ঞাপনে কাজ করারও প্রস্তাব আসে। ব্যাটে বলে মিলে গেলেই বিজ্ঞাপনে কাজ করব।

তিনি আরও বলেন, সত্যি বলতে কী—এখন তো বেশ কয়েক বছর ধরে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। সেখানেও নিয়ম মেনে চলতে হয়। অফিস মেইনটেইন করেই কিন্তু আমাকে অভিনয় বা উপস্থাপনা বা বিজ্ঞাপনে কাজ করার জন্য সময় বের করতে হয়। তবে যাই করি না কেন, নিজের কাছে আগে ভালো লাগতে হয়। পরে না হয় দর্শকের কথা ভাবব। নিজের ভালো লাগলেই সে কাজটা করা যেতে পারে। ভালো না লাগলে নয়।’ সবশেষ ঐন্দ্রিলাকে সজলের বিপরীতে ‘প্রদীপ’ নামের একটি নাটকে দেখা যায়। ছয় বছর আগে রুবেল হাসানের পরিচালনায় অপূর্বর বিপরীতে ‘বিলাভড’ নাটকে বিরতির পর অভিনয়ে ফিরে আলোচনায় এসেছিলেন ঐন্দ্রিলা। সেই সময় টানা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। এর মধ্যে ‘ফেইক লাভ’, ‘সাংসারিক ভালোবাসা’, ‘অপরাধী’, ‘আতঙ্ক’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোটবেলায় ঐন্দ্রিলা বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেন ছোটদের অনুষ্ঠান ‘হাসি খুশি’র। এরপর থেকে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎চট্টগ্রামে মালবাহী ট্রেন লাইনচ্যুত

স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, স্বামীর ৬ মাসের কারাদণ্ড

শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ব্যাখ্যা দিল ডিএমপি

মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল নামলে তো সংঘর্ষ হবে : আমীর খসরু

শাহবাগে জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

বাঁধাকপি-ফুলকপি কি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

নিজের গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

১০

যুবককে বেধড়ক পেটানোর পর কুপিয়ে হত্যা

১১

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, কী বলছে ইরান

১২

‘আয়না ঘর’ থেকে বেঁচে ফেরা মাজেদ পেলেন বিএনপির মনোনয়ন

১৩

পশুর নদীতে বোট উল্টে পর্যটক নিখোঁজ

১৪

‘ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না’

১৫

সালমানের বিরুদ্ধে প্রথম প্রেমিকার গুরুতর অভিযোগ

১৬

বিপিএলকে সামনে রেখে কোচিং স্টাফ চূড়ান্ত রংপুর রাইডার্সের

১৭

প্রেম কি ‘২ মিনিটের নুডলস’? ভক্তদের যা শেখালেন কোয়েল

১৮

ঢাকা উত্তর বিএনপির ৩৩নং ওয়ার্ড কমিটি স্থগিত

১৯

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি

২০
X