অভিনেতা ও মডেল এফএস নাঈম। ছোট পর্দার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বড় পর্দায়। সম্প্রতি অভিনয়ের প্রতি তার ডেডিকেশন নজর কেড়েছে সবার। চরিত্রের প্রয়োজনে এবার যেন নিজেকে পুরোপুরি নতুন করে গড়ে তুলেছেন এই অভিনেতা।
কালবেলার সঙ্গে আলাপকালে নাঈম বলেন, ‘আমি সবসময়ই কাজের মাধ্যমে আলোচনায় থাকতে চেয়েছি এবং সেটাই করছি। কাজ ছাড়া অযথা কথা বলার পক্ষে আমি নই। আমি মনে করি আমাকে নিয়ে আলোচনাটা কাজের মাধ্যমে হোক। সম্প্রতি আমার ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের টিজার প্রকাশ হয়েছে। যেখানে আমাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। আমার ভুঁড়ি নিয়ন্ত্রণের বাইরে দেখানো হয়েছে। চরিত্র এমনটাই ডিমান্ড করেছে বলেই আমি রিস্ক নিয়েছিলাম। কারণ সবসময়ই আমি অভিনয়টি হৃদয় দিয়ে করতে চেয়েছি। সেই চাওয়া থেকেই কাজটি করা। দর্শক নতুন এক নাঈমকে দেখবে এ সিরিজে।’ চরিত্রের জন্য নাঈমকে প্রায় ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল।
থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সালজার রহমান, গল্প ও চিত্রনাট্যও তারই লেখা। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন।