বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতি মাসেই একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে। দর্শক চাহিদা অনুযায়ী নির্মাতারাও উপহার দেন ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা। সেই ধারাবাহিকতায় জুন মাসে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু সিনেমা। এর মধ্য থেকে কয়েকটির ট্রেলার এরই মধ্যে নজর কেড়েছে দর্শকদের। মুক্তির আগেই আলোচনায় থাকা ছয়টি সিনেমা নিয়ে আজকের আয়োজন।
হামারে বারা
জুনের ৭ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে হামারে বারা সিনেমা। ফ্যামিলি ও ড্রামা ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলার এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। এটি নির্মাণ করেছেন কামাল চন্দ্রা। সিনেমায় একঝাঁক জাত অভিনেতাকে দেখা যাবে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আন্নু কাপুর, অশ্বিনী কালসেকর, মনোজ জোশি, পরিতোষ ত্রিপাঠির মতো অভিনেতা।
ব্ল্যাকআউট
কমেডি থ্রিলার গল্পে নির্মিত সিনেমা ব্ল্যাকআউট। ৭ জুন এটি ডিজিটাল প্ল্যাটফর্ম জিও স্টুডিওতে মুক্তি দেওয়া হবে। সিনেমার গল্পে দেখানো হবে ভারতের একটি শহরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এ সময় এক ব্যক্তির নগদ টাকা ও সোনাবোঝাই একটি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়ে। যেই মালপত্রগুলো তার না থাকায়, ওই ব্যক্তি পড়েন মহাবিপদে। এমন গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন দেবাং ভাবসার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ভিক্রান্ত মাসি ও সুনীল গ্রোভার। আছেন মৌনি রায় ও যিশু সেনের মতো তারকাও।
মুনজয়া
কমেডি হরর গল্পে নির্মিত সিনেমা মুনজয়া। ৭ জুন এটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। সিনেমার ট্রেলারে এরই মধ্যে ভয়ংকর এক ভূতের দেখা মিলেছে। যে এক তরুণের শরীরে বসবাস করে, তারই বান্ধবীকে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে। এ সময় ভূতটি ঘটাতে থাকে একের পর এক ঘটনা। সিনেমাটি নির্মাণ করেছেন আদিত্য সরপোতদার। এ সিনেমার মাধ্যমে বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন মোনা সিং। তার সঙ্গে আছেন আভায় ভার্মা ও শর্বরী ওয়াঘ।
ফুলি
পাহাড়ে বসবাসরত এক মেয়ের গল্প ফুলি। যে স্কুলে যেতে চায়, পড়ালেখা করতে চায়। কিন্তু তার মাদকাসক্ত বাবা চায় সে কাজ করে পরিবারকে সহযোগিতা করুক এবং তার মদের টাকা সংগ্রহ করুক। এরপর পাহাড়ে এক জাদুকরের সঙ্গে দেখা হয় তার। এরপর কাজের ফাঁকে ফাঁকে নিজের স্বপ্নপূরণে পড়ালেখা করে ফুলি। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। অবিনাশ ধানির নির্মাণে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রিয়া বালুনি। বড় পর্দায় এটিও মুক্তি পাবে ৭ জুন।
মহারাজ
বলিউডে অভিষেক হচ্ছে মেগাস্টার আমির খানের ছেলে জুনায়েদ খানের। সম্প্রতি প্রকাশ হয়েছে জুনায়েদের প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘মহারাজ’ ১৪ জুন মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। জুনায়েদ খান ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালনা করেছেন এটি।
চান্দু চ্যাম্পিয়ন
১৪ জুন মুক্তি পাচ্ছে এ মাসের সবচেয়ে আলোচিত সিনেমা চান্দু চ্যাম্পিয়ন। সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা কার্তিক আরিয়ান।
নির্মাতা কবির খানের পরিচালনায় স্পোর্টস, ড্রামা গল্পে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটি ভারতের সোনাজয়ী প্রথম প্যারাঅলিম্পিয়ান মুর্লিকান্ত পেটকরের জীবনীর ওপর নির্মাণ করা হয়েছে। ১৯৭২ সালে জার্মানির হেডেলবার্গে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকস অনুষ্ঠিত হয়েছিল। তাতে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা পেয়েছিলেন তিনি। তার বীরত্বের গল্পই ফুটে উঠবে সিনেমায়। চান্দু চ্যাম্পিয়নে নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। ১৪ জুন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ আনন্দ, ভুবন অরোরাসহ একাধিক বলিউড অভিনেতা।