শিবলী আহমেদ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার

কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার
কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার

ঈদুল আজহায় পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা শিশির সরদার। তার ‘জলরঙ’ ও ‘মধ্যবিত্ত’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘মুক্তি ১৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন শিগগিরই। এরই মধ্যে কালবেলার সঙ্গে আলাপ হয় শিশিরের।

অভিনেতা জানান, ঈদ নারায়ণগঞ্জে কাটিয়েছেন তিনি। ঈদ শেষ করে ফেরেন ঢাকায়। ২৫ জুন অংশগ্রহণ করেছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। দুই-এক মাসের মধ্যেই ‘মৃত্যু ১৯’ সিনেমার শুটিং শুরু হবে। এতে তার নায়িকা হবেন রাজ রিপা। শিশির বলেন, আমার পরের সিনেমা মৃত্যু ১৯। দুই-এক মাসের মধ্যেই এর শুটিং শুরু হবে। সবকিছু রেডি আছে। রাজ রিপা কিছুটা অসুস্থ। তিনি সুস্থ হলে সিনেমাটির কাজ শুরু করে দেব। ‘মৃত্যু ১৯’ সিনেমার প্রধান পরিচালক তানভীর হাসান। তার সঙ্গে সঙ্গে সহকারী পরিচালকও থাকবেন একজন। ভারতীয় একজন ফাইট ডিরেক্টর থাকবেন। বাংলাদেশ থেকেও একজন ফাইট ডিরেক্টর থাকবেন। মানে এ সিনেমার পরিচালক হবেন তিন-চারজন।

শিশির বলেন, এটা আমাদের একটি বড় স্বপ্ন। আশা করি ভালো কিছু হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের প্রধান পরিচালকই বাংলাদেশি। কিছু সিক্যুয়েন্সের জন্য আমরা ভারত থেকে পরিচালক নিয়ে আসছি। একজনই থাকবেন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তিনি আরও বলেন, অক্টোবরের ১০ তারিখ থেকে শুটিং শুরুর ইচ্ছা ছিল। তবে এখন এর আগেই শুটিং শুরুর সিদ্ধান্ত হয়েছে।

‘মৃত্যু ১৯’ পরের বছরের ঈদে মুক্তি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশের সিনেমা হলে যা হচ্ছে, সেখান ঈদে রিলিজ দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমরা পুরোপুরিভাবে চেষ্টা করছি ঈদে মুক্তি দেওয়ার। দেখা যাক কী হয়। আগে সিনেমাটা শেষ করি।

মুক্তির অপেক্ষায় থাকা নিজের দুটি সিনেমার বিষয়ে শিশির বলেন, ‘জলরঙ’-এর সেন্সর কমপ্লিট। সেটা এক-দেড় মাসের মধ্যেই রিলিজ হবে। ‘মধ্যবিত্ত’র সেন্সরে একটু ঝামেলা হচ্ছে নাম নিয়ে। সেন্সর হয়ে গেলে আমরা চেষ্টা করব ওটা জলরঙের আগেই রিলিজ দিতে।

‘মৃত্যু ১৯’ নিয়ে শিশির আরও বলেন, অনেক বড় বাজেটের একটি ফিল্ম এটি। এ প্রতিযোগিতার সময়ে সিনেমাটি যদি সেই পর্যায়ের না হয়, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে। তাই আমরা সেভাবেই পরিকল্পনা করছি যাতে ৮-১০টি সিনেমার সঙ্গে টক্কর দেওয়া যায়। আমাদের সিনেমার সবচেয়ে শক্ত বিষয় হচ্ছে, আমাদের এর গল্প একদম জেনুইন। এটি কোনো গল্প থেকে রিমেক করা নয়, কোনো গল্প থেকে ইন্সপায়ার্ড নয়। কোনো গল্পকে কপি করা হয়নি। একদম জেনুইন গল্পে আমরা কাজ করছি, আমাদের গল্পটা ইউনিক। কারও কাছ থেকে নেওয়া নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাবেক কোচের ওপর ভরসা জিম্বাবুয়ের

ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে

মেসিকে টপকে গেলেন রোনালদো

নিয়োগ দিচ্ছে আড়ং

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

১১

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১২

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

১৩

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

১৪

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

১৫

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

১৬

নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রার্থীর কর্মী নিহত

১৭

পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ

১৮

জরুরি বৈঠকে জামায়াত

১৯

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

২০
X