শিবলী আহমেদ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার

কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার
কপি নয়, জেনুইন গল্পে কাজ করছি : শিশির সরদার

ঈদুল আজহায় পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা শিশির সরদার। তার ‘জলরঙ’ ও ‘মধ্যবিত্ত’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘মুক্তি ১৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন শিগগিরই। এরই মধ্যে কালবেলার সঙ্গে আলাপ হয় শিশিরের।

অভিনেতা জানান, ঈদ নারায়ণগঞ্জে কাটিয়েছেন তিনি। ঈদ শেষ করে ফেরেন ঢাকায়। ২৫ জুন অংশগ্রহণ করেছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। দুই-এক মাসের মধ্যেই ‘মৃত্যু ১৯’ সিনেমার শুটিং শুরু হবে। এতে তার নায়িকা হবেন রাজ রিপা। শিশির বলেন, আমার পরের সিনেমা মৃত্যু ১৯। দুই-এক মাসের মধ্যেই এর শুটিং শুরু হবে। সবকিছু রেডি আছে। রাজ রিপা কিছুটা অসুস্থ। তিনি সুস্থ হলে সিনেমাটির কাজ শুরু করে দেব। ‘মৃত্যু ১৯’ সিনেমার প্রধান পরিচালক তানভীর হাসান। তার সঙ্গে সঙ্গে সহকারী পরিচালকও থাকবেন একজন। ভারতীয় একজন ফাইট ডিরেক্টর থাকবেন। বাংলাদেশ থেকেও একজন ফাইট ডিরেক্টর থাকবেন। মানে এ সিনেমার পরিচালক হবেন তিন-চারজন।

শিশির বলেন, এটা আমাদের একটি বড় স্বপ্ন। আশা করি ভালো কিছু হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের প্রধান পরিচালকই বাংলাদেশি। কিছু সিক্যুয়েন্সের জন্য আমরা ভারত থেকে পরিচালক নিয়ে আসছি। একজনই থাকবেন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তিনি আরও বলেন, অক্টোবরের ১০ তারিখ থেকে শুটিং শুরুর ইচ্ছা ছিল। তবে এখন এর আগেই শুটিং শুরুর সিদ্ধান্ত হয়েছে।

‘মৃত্যু ১৯’ পরের বছরের ঈদে মুক্তি দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশের সিনেমা হলে যা হচ্ছে, সেখান ঈদে রিলিজ দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমরা পুরোপুরিভাবে চেষ্টা করছি ঈদে মুক্তি দেওয়ার। দেখা যাক কী হয়। আগে সিনেমাটা শেষ করি।

মুক্তির অপেক্ষায় থাকা নিজের দুটি সিনেমার বিষয়ে শিশির বলেন, ‘জলরঙ’-এর সেন্সর কমপ্লিট। সেটা এক-দেড় মাসের মধ্যেই রিলিজ হবে। ‘মধ্যবিত্ত’র সেন্সরে একটু ঝামেলা হচ্ছে নাম নিয়ে। সেন্সর হয়ে গেলে আমরা চেষ্টা করব ওটা জলরঙের আগেই রিলিজ দিতে।

‘মৃত্যু ১৯’ নিয়ে শিশির আরও বলেন, অনেক বড় বাজেটের একটি ফিল্ম এটি। এ প্রতিযোগিতার সময়ে সিনেমাটি যদি সেই পর্যায়ের না হয়, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে। তাই আমরা সেভাবেই পরিকল্পনা করছি যাতে ৮-১০টি সিনেমার সঙ্গে টক্কর দেওয়া যায়। আমাদের সিনেমার সবচেয়ে শক্ত বিষয় হচ্ছে, আমাদের এর গল্প একদম জেনুইন। এটি কোনো গল্প থেকে রিমেক করা নয়, কোনো গল্প থেকে ইন্সপায়ার্ড নয়। কোনো গল্পকে কপি করা হয়নি। একদম জেনুইন গল্পে আমরা কাজ করছি, আমাদের গল্পটা ইউনিক। কারও কাছ থেকে নেওয়া নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ আসামি ৩৮

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা শরীফ খান

মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফজর আলীর ছোট ভাইকে খুঁজছে পুলিশ 

মোস্তাফিজকে নিয়ে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা

রাবিতে সিওআইবির সহযোগিতায় অভিযান, আট প্রতিষ্ঠানকে জরিমানা

১০

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

১১

মার্কিন নৌবাহিনী ও ঘাঁটিতে গোপন মিশন, অতঃপর...

১২

মার্কিন সহায়তা বন্ধে মৃত্যু ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ

১৩

গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

১৪

মুরাদনগরের সেই নারীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

১৫

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

১৬

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময় : তারেক রহমান

১৭

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

১৮

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

১৯

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

২০
X