শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

মাঙ্গা অ্যাওয়ার্ড পেল ‌‌‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ বই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের ১৭তম আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড আসরে ব্রোঞ্জ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি চিত্রকলার (গ্রাফিক্স নোবেল জাপানিজ মাঙ্গা ফর্মে) একটি কমিক বই। বইটির নাম ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’। বইটির লেখক এম ই চৌধুরী শামীম এবং সহলেখক জাপানের ইওয়ামোতো কেইটা। বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স লিমিটেড। মাঙ্গা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড ফেসবুকে কিছুদিন আগেই এই পুরস্কার ঘোষণা করেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জাপানে মাঙ্গা অ্যাওয়ার্ড বিজয়ীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় টোকিওর ইকুরা হাউসে। বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শাহ আসিফ রহমান।

জাপান ইন্টারন্যাশনাল মাঙ্গা অ্যাওয়ার্ডের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলা হয়, এবারের আসরে বিশ্বের ৮২টি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫৮৭ জন অংশগ্রহণকারীরা অংশ নেন। এর মধ্য থেকে বিচারকরা বিশ্লেষণ করে বিজয়ীদের নির্বাচন করেন। এই আসরে প্রতিযোগীদের মধ্যে একজনকে স্বর্ণ পদকের জন্য, তিনজনকে রৌপ্য পদকের জন্য, ৯ জনকে ব্রোঞ্জ এবং একজনকে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন তাইওয়ানের শিল্পী চিয়েন জেসনের লেখা উইন্ড চেজার আন্ডার দ্য ব্লু স্কাই। রৌপ্য পদক পান হংকংয়ের শিল্পী বনি প্যাংয়ের লেখা ক্রোনোস এক্সপ্রেস, ভিয়েতনামের শিল্পী নাচির দ্য ডান্সিং ইউনিভার্স এবং স্পেনের শিল্পী আনা অনসিনার জাস্ট ফ্রেন্ডস। ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ বইটি এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন এবং দীর্ঘ সংগ্রাম এই মাঙ্গা ফর্মে তুলে ধরা হয়েছে। বইটি বাংলা, ইংরেজি, জাপানি ও হিন্দি এই চার ভাষায় অনূদিত হয়েছে।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান মাঙ্গা শিল্পীদের স্বীকৃতি এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। মাঙ্গা হচ্ছে এক ধরনের জাপানি কমিকস। মাঙ্গার রয়েছে একটি অনন্য চিত্রশৈলী ও গল্প বলার বিশেষ প্রকৃতি, যা এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দিয়েছে। জনপ্রিয় মাঙ্গা সিরিজের মধ্যে আছে ডোরেমন, ড্রাগন বল, অ্যাটাক অন টাইটান, এ সাইল্যান্ট ভয়েস অন্যতম। সারা বিশ্বের মাঙ্গা কমিকের বাজার প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০৩২ সালের মধ্যে এটি প্রায় ৫২ বিলিয়ন ডলারের বাজার হবে বলে আশা করা হয়েছে। বিশ্বের প্রায় ১০০টি দেশে মাঙ্গার বাণিজ্যিক কার্যক্রম আছে। এবার এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। জাপানে মাঙ্গা নিয়ে যেসব কাজ হয় তার একটি বড় অংশ কোরিয়া, ভিয়েতনাম, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আউটসোর্সিং করা হয়। বাংলাদেশের পদক জয়ে এই কাজের স্বীকৃতির মাধ্যমে সারা পৃথিবীর মাঙ্গা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মাঙ্গা শিল্পীরা বাংলাদেশকে নতুন করে চিনতে পারল। এখন মাঙ্গা বাণিজ্যের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে। এতে বাংলাদেশেও আউটসোর্সিংয়ের মাধ্যমে মাঙ্গার কাজ আসার সম্ভাবনা তৈরি হলা।

গত বছরের ৫ এপ্রিল বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে এই কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার হাতে বইটি তুলে দেওয়া হয়। বইটি তুলে দেন এর লেখক ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম ও বইটির সহলেখক ইওয়ামোতো কেইটা। এ সময় পাঁচ পর্বের বইটির বাকি চার পর্বের প্রকাশ ও প্রকাশনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে দিকনির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X