কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে নিম্নচাপ, কলাপাড়ার নিম্নাঞ্চল প্লাবিত

তলিয়ে গেছে কলাপাড়া উপকূলের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা
তলিয়ে গেছে কলাপাড়া উপকূলের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে ভারি বৃষ্টি আর ঝোড়ো বাতাসে বেড়িবাঁধের বাহিরে অনেক অস্থায়ী ছোট ছোট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। একই সঙ্গে ভারি বর্ষণে বিপাকে পড়েন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। ফলে ব্যাহত হয়েছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা। খোলেনি অনেক ব্যবসা প্রতিষ্ঠানও।

এ ছাড়া বৈরী আবহাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে পাঠদানে অংশ নিতে পারেনি অনেক শিক্ষার্থীরা। এদিন সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আর নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদী-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ ফুট। ফলে নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া শহরের নদী লাগোয়া সড়কগুলোতেও জোয়ারের পানি প্রবেশ করেছে। নীলগঞ্জ, লালুয়া, চম্পাপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে নিচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, আমার ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধের বাইরে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ ছাড়া সরকারি প্রকল্পের কয়েকটি বাড়িতে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত নির্মাণ কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সকল নৌযানকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে দপ্তরটি।

কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আজ সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল, যা সময় গড়িয়ে এখন আরও কাছাকাছি অবস্থান করছে।

কলাপাড়ার খেপুপাড়া রার্ডার স্টেশন কেন্দ্রের কর্মকর্তা আবদুল জব্বার বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল থেকে ১২টা পর্যন্ত সর্বোচ্চ ছিল ৯৮ মিলিমিটার। এ ছাড়া এদিন বেলা সাড়ে ১১টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এটি চলমান মৌসুমে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির দুই নেতার

ভূমিকম্প: প্রশাসনের জরুরি পদক্ষেপ, ভাঙা হবে ২৪ ভবন

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

১০

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

১১

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

১২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১৩

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১৫

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৬

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৭

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৮

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৯

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

২০
X