কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে নিম্নচাপ, কলাপাড়ার নিম্নাঞ্চল প্লাবিত

তলিয়ে গেছে কলাপাড়া উপকূলের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা
তলিয়ে গেছে কলাপাড়া উপকূলের নিম্নাঞ্চল। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে ভারি বৃষ্টি আর ঝোড়ো বাতাসে বেড়িবাঁধের বাহিরে অনেক অস্থায়ী ছোট ছোট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। একই সঙ্গে ভারি বর্ষণে বিপাকে পড়েন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। ফলে ব্যাহত হয়েছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা। খোলেনি অনেক ব্যবসা প্রতিষ্ঠানও।

এ ছাড়া বৈরী আবহাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে পাঠদানে অংশ নিতে পারেনি অনেক শিক্ষার্থীরা। এদিন সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আর নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদী-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ ফুট। ফলে নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া শহরের নদী লাগোয়া সড়কগুলোতেও জোয়ারের পানি প্রবেশ করেছে। নীলগঞ্জ, লালুয়া, চম্পাপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে নিচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, আমার ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধের বাইরে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ ছাড়া সরকারি প্রকল্পের কয়েকটি বাড়িতে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত নির্মাণ কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সকল নৌযানকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে দপ্তরটি।

কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আজ সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল, যা সময় গড়িয়ে এখন আরও কাছাকাছি অবস্থান করছে।

কলাপাড়ার খেপুপাড়া রার্ডার স্টেশন কেন্দ্রের কর্মকর্তা আবদুল জব্বার বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল থেকে ১২টা পর্যন্ত সর্বোচ্চ ছিল ৯৮ মিলিমিটার। এ ছাড়া এদিন বেলা সাড়ে ১১টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এটি চলমান মৌসুমে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

১২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১৪

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১৬

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১৭

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৮

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১৯

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০
X