মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইওএফ বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ, বিনিয়োগ হুমকির মুখে পড়ার আশঙ্কা

বিটিআরসির লোগো। ছবি : সংগৃহীত
বিটিআরসির লোগো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কল আদান প্রদানে ১০ বছর আগে গড়ে ওঠা আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)।

তাদের দাবি, বিটিআরসির এমন সিদ্ধান্তের কারণে ২৩টি আইজিডব্লিউ কোম্পানির শত শত কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক কল আদান-প্রদানে অরাজক অবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিবে বলেও দাবি আইওএফের।

খাত সংশ্লিষ্টদের অভিযোগ, আইওএফ বাতিলের সিদ্ধান্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সংশ্লিষ্টদের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগও দেওয়া হয়নি। নেটওয়ার্ক টপোলজি বাতিলের বিষয়ে বিটিআরসির এই একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক কল টার্মিনেশনকে অধারাবাহিক ও অস্থিতিশীল করে তুলবে এবং আইওএফ গঠনের পর এই খাতে যে অগ্রগতি ও শৃঙ্খলা এসেছে, তা বিনষ্ট করতে পারে। আইওএফের টপোলজি বাতিল করে পুরো টেলকো খাতকে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে বিটিআরসি বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগ উঠেছে, গত সরকারের প্রভাবশালী টেলকো ব্যবসায়ীদের ফের অবৈধ ভিওআইপি বাণিজ্যে ফিরিয়ে আনতে কৌশলে আইএফও বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইওএফ বাধা হয়ে দাঁড়ালে তড়িঘড়ি করে ভেঙে দেওয়া হয় এই সংগঠন। সংশ্লিষ্টদের অভিযোগ আইওএফ বাতিল হওয়ায় বিতর্কিত আইজিডব্লিউ কোম্পানির মালিকরা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। লুটপাট হওয়া টাকাও উদ্ধার করা যাবে না। বিশেষ করে প্রতিটি আইজিডব্লিউ অপারেটরকে এখন আলাদাভাবে মনিটর করতে হবে। যে সক্ষমতা বিটিআরসির নেই।

বিটিআরসির এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আইওএফ প্রেসিডেন্ট আসিফ সিরাজ রব্বানি বলেন, আইওএফ গঠনের আগে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ৬টি আইজিডব্লিউ যেখানে প্রায় ৯২১ কোটি টাকা খেলাপি হয়েছিল, সেখানে ২০১৫ সালে আইওএফ গঠনের পর থেকে রাজস্ব খাতে মোট ৫ হাজার ৬০৭ কোটির বেশি টাকা জমা হয়েছে। কাজেই এরকম গুরুত্বপূর্ণ একটি সংগঠনকে কোনো কিছু না জানিয়ে নিয়ন্ত্রণ সংস্থার একতরফা সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বিটিআরসি কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই চুক্তি বাতিল করেছে এবং আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, যা অত্যন্ত হতাশাজনক এবং অবিবেচনাপ্রসূত। অন্তত একটি শোকজ নোটিশ পেলেও আমরা অভিযোগের জবাব দিতে পারতাম। অংশীজনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া অনেকটা লুকোচুরি ও তড়িঘড়ি করে নেয়া এই সিদ্ধান্তকে তিনি উদ্দেশ্যমূলক ও বিনিয়োগ বিরুদ্ধ বলেও অভিহিত করেন। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ভুল বার্তা দেবে বলেও মন্তব্য করেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী কালবেলাকে বলেন, এখন রিফর্মের সময় চলছে, সেই ধারাবাহিকতায় আইজিডব্লিউদেরও রিফর্মের মধ্য দিয়ে যেতে হবে। তিনি বলেন, তাদের বিনিয়োগ হুমকির মুখে পড়ার বিষয়টি সঠিক না। কারণ তারা যে বিনিয়োগ করেছেন, সেটার ওপর তাদের একটা লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা তো মেয়াদ শেষ হওয়ার আগে কারো কাছ থেকে লাইসেন্স নিয়ে নিচ্ছি না। তাদের লাইসেন্সের মেয়াদ যতদিন আছে তারা সেই পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখানে আইজিডব্লিউ বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার তো কিছু নেই।

আইওএফ সম্পর্কে বিটিআরসি বলেছে, আইওএফ তার মূল উদ্দেশ্য ও কার্যক্রম যথাযথভাবে পালন করতে পারেনি। সরকার কলরেট কমালেও দেশে আন্তর্জাতিক কলের ভলিউম কমেছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আইজিডব্লিউ অপারেটরদের বকেয়া থাকছে। এ ছাড়া আইওএফ কমিশনের নির্দেশনার বাইরে গিয়ে কমিশন অনুমোদিত চুক্তিকে অনুমোদনহীনভাবে সংশোধন করেছে। পাশাপাশি এমডিএস ফান্ডের নামে গৃহীত অর্থ ব্যয়ে অস্বচ্ছতা রয়েছে।

আইওএফ প্রেসিডেন্টের দাবি , ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে তিনি প্রথমেই এমডিএস (মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্সেস) ফান্ড বাতিল করেন। এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা হোক কারা কীভাবে অনিয়ম করেছে। আমরা নিয়ম মেনে ব্যবসা করতে চাই। ফ্যাসিস্ট সরকারের লোকজনের অনিয়মের দায় আমাদের কেন নিতে হবে?

অভিযোগ অস্বীকার করে আইওএফ-এর চিফ অপারেটিং অফিসার মুশফিক মনজুর জানান, আজ পর্যন্ত বিটিআরসির কোনো নির্দেশনা আইওএফ অগ্রাহ্য করেনি। প্রতিদিন এবং মাসিক ভিত্তিতে, আইজিডব্লিউ ও আইওএস অনুযায়ী ট্রাফিক রিপোর্ট এবং বিস্তারিত আর্থিক তথ্য ধারাবাহিকভাবে কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিটিআরসির বক্তব্যের বিষয়ে মুশফিক মনজুর কালবেলাকে বলেন, গত ১০ বছর ধরে যে স্ট্রাকচার চলে আসছে, সেই স্ট্রাকচারটা এমন সময় বন্ধ করা হচ্ছে, যখন এই লাইসেন্সগুলোর মেয়াদ বেশিদিন বাকি নেই। কারণ নতুন যে পলিসি করা হচ্ছে সেখানে বলা হয়েছে আইজিডব্লিউ লাইসেন্স থাকবে না। এমনিতেই ২০২৭ সালের এপ্রিলে লাইসেন্সের মেয়াদ শেষ হবে। সেই হিসেবে মেয়াদ আছে মাত্র মাত্র ২ বছর। এই অবস্থায় আইওএফ চ্যাপ্টারটাকে বাদ দিয়ে বিটিআরসি যেটা করতে চাচ্ছে সেটা করতে গেলে বেশিরভাগ আইজিডব্লিউকে অনেক বড় টাকার বিনিয়োগ করতে হবে। চলমান বিনিয়োগের অনেক কিছু বাতিল করতে হবে এবং নতুন বিনিয়োগ করতে হবে। দু’টার কোনোটাই তাদের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর হবে না। কারণ বাকি সময়ে সেই বিনিয়োগ উঠে আসবে না।

বকেয়া পাওনা ও ব্যাংক গ্যারান্টির বিষয়ে আইওএফ বলছে, সকল আইজিডব্লিউর বিটিআরসিতে ব্যাংক গ্যারান্টি প্রদান করা আছে, যেখান থেকে যে কোন সময় পাওনা বিটিআরসি পাওনা রাজস্ব আদায় করে নিতে পারে। এছাড়া ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সব আইজিডব্লিউ নিয়মিত পেমেন্ট করে আসছে। কেবল দুটি আইজিডব্লিউর অ্যাকাউন্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করায় কিছু অর্থ বকেয়া পড়ে যায়। একটি অপারেটর ইতোমধ্যে পাওনা পরিশোধের জন্য আবেদন করলেও বিটিআরসির দিক থেকে এখনো কোন সাড়া মেলেনি।

অবৈধ আন্তর্জাতিক কল বন্ধে ব্যর্থতা প্রসঙ্গে আইওএফ বলছে, অবৈধ কল রোধ করা সরকারের ও আইন প্রয়োগকারী সংস্থার অধীনে পড়ে। তবুও আমরা বিটিআরসির নির্দেশনা মেনে যখন যেখানে প্রয়োজন সর্বোচ্চ লজিস্টিক সহায়তা দিয়েছি। বিটিআরসি সদর দপ্তরে রিয়েল টাইম কল মনিটরিং সিস্টেমও আমরা নিজের খরচে স্থাপন করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১০

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

১১

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

১২

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

১৩

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

১৪

আকস্মিক ধুলিঝড়ে লন্ডভন্ড সৌদিসহ তিন দেশ

১৫

তেজকুনিপাড়া ও দিয়াবাড়িতে রাজউকের অভিযান

১৬

জাতির কল্যাণে সুলতান নদভীর অবদান অবিস্মরণীয় : হেফাজতে ইসলাম 

১৭

হোটেলে কাজ করা সেই ছেলেটি এখন ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী!

১৮

আমকে জাতীয় ফল করার প্রস্তাব সাতক্ষীরার ডিসির

১৯

কোচিংবাণিজ্য বন্ধে শিক্ষা উপদেষ্টার সহায়তা চায় অভিভাবক ফোরাম

২০
X