কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ ১১৭ টাকায় ডলার বিক্রি করার নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো ডলার কেনার জন্য সর্বোচ্চ ১১৫ টাকা ৫০ পয়সা দিতে পারবে। আর সর্বোচ্চ ১১৭ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়। কেনার চেয়ে বিক্রির পার্থক্য কোনো মতেই দেড় টাকার বেশি হবে না।

আজ সোমবার (১৩ নভেম্বর) মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সোমবার বিদেশি এক্সেচেঞ্জ হাউসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোকে ব্যাংকের কাছে রেমিট্যান্স বিক্রির ক্ষেত্রে এবিবি ও বাফেদার নির্ধারিত দর মেনে চলতে বলা হয়।

এর আগে, ব্যাংকগুলো রেমিট্যান্সে ইচ্ছেমতো প্রণোদনা দিয়ে ডলার কিনেছিল। এতেই গত মঙ্গলবার ডলারের দর এক লাফে ১২-১৪ টাকা বেড়ে ১২২ থেকে ১২৪ টাকায় উঠেছিল। ব্যাংকের ডলার রেট বৃদ্ধির কারণে খোলা বাজারেও দাম বেড়েছিল। গত বৃহস্পতিবার খোলা বাজারে সর্বোচ্চ ১২৭ টাকায় ডলার বেচাকেনা হয়েছিল, যা এ যাবতকালে সর্বোচ্চ।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ডলারের দাম ঠিক করে দেওয়া দুই সংগঠন ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সঙ্গে বসেছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে এই দুই সংগঠনের নির্ধারিত দরের বেশি ডলার বেচাকেনা না করার নির্দেশ দেওয়া হয় ব্যাংকগুলোকে। তারই ধারাবাহিকতায় সোমবার মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে ডলার কেনার জন্য সর্বোচ্চ ১১৫ টাকা ৫০ পয়সা দিতে পারবে। আর সর্বোচ্চ ১১৭ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়। কেনার চেয়ে বিক্রির পার্থক্য কোনো মতেই দেড় টাকার বেশি হবে না।

সংশ্লিষ্টরা বলেন, এভাবে দর বেঁধে দিলে মানি চেঞ্জারগুলো ডলার পাবে না। কারণে যে দরে কিনতে বলা হয়। সে দরে ডলার বাজারে পাওয়াও যায় না। আর ব্যাংকও এ দামে ডলার বিক্রি করে না। তাই এভাবে বেঁধে দিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

এ বিষয়ে বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হেলাল সিকদার কালবেলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে একটি নির্দেশনা দিয়েছে। এবিবি ও বাফেদার নির্ধারিত রেটের চেয়ে এক টাকা বেশি দিয়ে ডলার কিনতে পারব। আর বিক্রির ক্ষেত্রে এ দর হবে সর্বোচ্চ দেড় টাকা।

সূত্র জানায়, ডলার সংকটের কারণে অনেক ব্যাংক আগের দেনা শোধ করতে হিমশিম খাচ্ছে। নতুন করে এলসি খোলায় অধিক সতর্কতা দেখাচ্ছে। এ অবস্থায় রেমিট্যান্সে ডলার কেনার দর তদারকিতে কিছুটা শিথিলতা দেখিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হলেও ব্যাংক প্রণোদনা ইচ্ছেমতো দেওয়ার সুযোগ দিয়েছিল। এ খবরে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ডলারের দাম ১২-১৪ টাকা বাড়িয়ে দেয়। আর দেশের ব্যাংকগুলো তা প্রতিযোগিতা করে কিনছেও। এতেই এক লাফে ডলারের দর বেড়ে গত সপ্তাহে ১২২ থেকে ১২৪ টাকা ওঠে যায়। এমন পরিস্থিতি নতুন করে আবার অস্থিরতা শুরু হতে থাকে। একদিনের মাথায় খোলা বাজারেও ডলার দর বেড়ে যায়। গত সপ্তাহের শেষের দিকে খোলা বাজারে ১২৭ থেকে ১২৮ টাকায় ডলার বিক্রি হয়।

এমন পরিস্থিতে গত বুধবার ডলারের দাম আর বাড়ানো যাবে না বলে সিদ্ধান্ত নেয় এবিবি ও বাফেদা। প্রবাসী ও রপ্তানি আয় কিনতে হবে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা দামে। আর আমদানি দায় মেটাতে ডলারের দাম নেওয়া যাবে আগের মতোই ১১১ টাকা। তবে প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি ব্যাংকও একই পরিমাণ প্রণোদনা দিতে পারবে। ফলে প্রবাসী আয় পাঠালে ডলারপ্রতি সর্বোচ্চ ১১৬ টাকা অফার করতে পারবে বলে সিদ্ধান্ত হয়। এর পর বাংলাদেশ ব্যাংক এই দুই সংগঠনের সঙ্গে বসে। সেখানে নির্দেশনা দেয়া হয়— এবিবি ও বাফেদার নির্ধারিত দরের বেশি ডলার বেচাকেনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, একেক ব্যাংক একেক রকম দর দেওয়ার পর বাজার অস্থিতিশীল হয়েছে। এখন ব্যাংকগুলো বলেছে সবাই মিলে তারা ১১৬ টাকার মধ্যে থাকবে। নির্ধারিত দরের চেয়ে কেউ বেশি দামে ডলার কেনাবেচা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫

এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়ল ৫ দেশ

গাজায় মৃত্যুর মিছিল / শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

২২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

২২ মে : আজকের নামাজের সময়সূচি

ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা

১০

বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মারজুকের পদ স্থগিত

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা / ৮০% নম্বর ও ৬০% উপস্থিতি না থাকলে চূড়ান্ত পরীক্ষা নয়।

১২

ডিআরইউতে সন্ত্রাসী জাকির গংদের হামলা, আহত একাধিক সাংবাদিক

১৩

স্বাস্থ্য পরামর্শ / স্থূলতা নিয়ে উদ্বেগ নয়, প্রয়োজন প্রতিরোধ

১৪

ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামের ইতিহাস

১৫

বিচারককে ফোন করে হুমকি দিয়েছেন এক উপদেষ্টা, অভিযোগ ইশরাকের

১৬

শারজাহতে লজ্জার হারে সিরিজ হারাল বাংলাদেশ!

১৭

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে ‘বিশেষজ্ঞ পুল’ গঠন করছে সরকার

১৮

বাঙলা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার পদ স্থগিত

১৯

তারুণ্যের সমাবেশ সফলে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা

২০
X