দেশের শেয়ারবজারে বিদ্যামান ফ্লোর প্রাইস বা শেয়ারের দর কমার সর্বনিম্ন সীমা প্রত্যাহার করেছে পুঁজিাবাজর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। এখনও ৩৫টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস কার্যকর বা বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কালবেলাকে নিশ্চিত করেছেন বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আগামী কার্যদিবস থেকে এ আদেশ কার্যকর হবে।
তবে ফ্লোর প্রাইস প্রত্যাহার হলেও সার্কিট ব্রেকার কার্যকর থাকবে। সার্কিট ব্রেকার হলো- শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে প্রস্তাবিত দাম নিদিষ্ট সীমার বাইরে চলে গেলে কেনা বা বেচার ওই আদেশ কার্যকর না হওয়া।
ফ্লোর প্রাইস প্রত্যাহার না করা কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো, বিএসসিসিএল, বিএসআরএম, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচ আর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, কাটালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, অরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনাটা, রবি, সায়হাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্সুরেন্স, সাইনপুকুর সিরামিক, শাহাজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন।
মন্তব্য করুন