কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে অনুমতি মেলেনি, শান্তি সমাবেশ কোথায়?

ঢাবিতে অনুমতি মেলেনি, শান্তি সমাবেশ কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেওয়ায় আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের চিন্তা করছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

বুধবার (২৬ জুলাই) রাতে তিনি কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিকল্প স্থান খুঁজতে হচ্ছে। অনেকেই আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠের প্রস্তাব দিয়েছেন, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি সেখানে বৃক্ষমেলা শেষ হওয়ায় সমাবেশ করার মতো উপযুক্ত আছে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে হবে।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠ পরিদর্শনে গিয়েছেন।

এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে শান্তি সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে না করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

একই দিন রাজধানীতে বিএনপির সমাবেশ থাকায় ঢাকা নিজেদের দখলে রাখতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলো।

জানা গেছে, অন্তত পাঁচ লাখ লোকের সমাগম ঘটাতে ঢাকা ও এর আশপাশের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন, সংসদ সদস্যদের সঙ্গেও দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কালবেলাকে বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ব্যাপক লোকসমাগম হবে। যুবলীগের পক্ষ থেকে তিন থেকে চার লাখ নেতাকর্মী আসবে শান্তি সমাবেশে।

জানা গেছে, এ সমাবেশ কেন্দ্র করে যুবলীগ তিন লাখ লোকের সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলে আরও তিন লাখ নেতাকর্মী সমাগমের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু বলেন, শান্তি সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন। শুধু আমাদের দলের পক্ষ থেকেই অন্তত দেড় লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন সমাবেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১০

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১১

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১২

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৩

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৪

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৫

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৬

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৭

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

২০
X