শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এক মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (২৯ জুলাই) দুপুর পৌনে ৩টায় ডিএনসিসি নগর ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সংস্কৃতিমন্ত্রী নাহিদ ইজহার খান।
ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিসি ও প্রিন্সিপালগণ সভায় উপস্থিত থাকবেন।